১১৪ বছর বয়সে থেমে গেল তাঁর জীবন! প্রয়াত ‘বিশ্বের সবচেয়ে প্রবীণতম পুরুষ’, জুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা। ভেনেজুয়েলার এই ব্যক্তির মৃত্যুকালে বয়স হয়েছে ১১৪ বছর। গত মঙ্গলবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন জুয়ান। রোগে জর্জরিত হয়ে গিয়েছিলেন তিনি। তবে, আর পারলেন না! সকলকে ছেড়ে বিদায় নিলেন তিনি।
২০২২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড-এর রেকর্ড অনুযায়ী তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম পুরুষ৷ ওই সালের ১৮ জানুয়ারি, ১১২ বছর বয়সে মারা যান স্পেনের সাতুরনিনো ফুয়েন্তে গার্সিয়া৷
তারপরই সেই বছর ৪ ফেব্রুয়ারি জুয়ান ভিনসেন্ট পেরেজকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড৷ ওই সময় তাঁর বয়স হয়েছিল ১১২ বছর ২৫৩ দিন৷
ভেনেজুয়েলার এই প্রবীণ বাসিন্দা এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন৷ পরবর্তীকালে চাষবাসকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। মাত্র ৫ বছর বয়স থেকেই বাবা ও পরিবারের সঙ্গে চাষ করা শুরু করেন তিনি৷ তবে চাষবাস ছেড়ে দেওয়ার পরও প্রায় দীর্ঘদিন অ্যাক্টিভ ছিলেন জুয়ান ভিনসেন্ট পেরেজ৷ ১১ জন সন্তান এবং ৪১ জন নাতি-নাতনিদের শেষবারের মতো দেখে এবং তাঁদের ফেলে ১১৪ বছর বয়সে চলে গেলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে৷
অন্যদিকে, প্রবীণ জুয়ান ভিনসেন্ট পেরেজের মৃত্যুতে নিজের সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো৷