বিয়ের শাড়ির নজরকাড়া কালেকশনে সেজে উঠেছে জয়গুরু বস্ত্রালয়

শীত মানেই বাঙালির বিয়ের মরসুম। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি বিয়ের উপহার, তত্ত্বেও চাই শাড়ি। বিয়ের বিশেষ সাজের শাড়ি তো আছেই। বছরের এই সময়টা মানে বিয়েবাড়ির মরসুমে যতই আলমারি ভর্তি শাড়ি থাকুক না কেন, মনে হয় বিয়ে বাড়িতে পরার মতো কিছু নেই।  চাই নতুন করে শপিং। 

বিয়েবাড়ির শপিং-এর জন্য আদর্শ ঠিকানা উত্তর কলকাতায় শ্যামবাজার বিধান সরণীর জয়গুরু বস্ত্রালয়। প্রতিষ্ঠানের বয়স ৫০ পেরিয়েছে। এই দীর্ঘ সময় ধরে বাঙালির উৎসবে-অনুষ্ঠানের বিশ্বস্ত সঙ্গী এই প্রতিষ্ঠান। বিয়ের শাড়ির নজর কাড়া কালেকশনে সেজে উঠেছে জয়গুরু বস্ত্রালয়।

বর ও কনের পোশাকের পাশাপাশি পুরো পরিবারের জন্য আছে উৎসব কালেকশন।  সাবেকি থেকে আধুনিক- সব ধরনের শাড়ির সম্ভার আছে এখানে। শাড়ির পাশপাশি পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার কুর্তার মতো পোশাকও পাওয়া যায় এখানে। নজর কাড়ে শাড়ির কালেকশনের আভিজাত্য। রাজস্থানী সিল্ক, মাসরু কাতান, মধুবনী তসর, কাশ্মিরী সিল্ক, পৈঠানি, টিস্যু কাঞ্জিভরম, তসর ইক্কতের উজ্জ্বল রং চোখ টেনে নেয়। উৎসবের জন্য বিশেষ তসর শাড়ি মিলবে এখানে।  সব শাড়ির সঙ্গেই আছে ব্লাউজ পিস।   

সাধ্যের মধ্যে শাড়িপ্রেমীদের সাধপূরণ এই প্রতিষ্ঠানের লক্ষ্য। তবে মানের সঙ্গে কোনও আপোস নয়। পোশাক বা শাড়ি প্রতিটি ক্ষেত্রেই মানের কারণেই জয়গুরু জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...