সাধ্যের মধ্যে সাধপূরণের নির্ভরযোগ্য ঠিকানা জয়গুরু বস্ত্রালয়

শ্যামবাজার বিধান সরণীর অর্ধ শতাব্দী প্রাচীন শাড়ি প্রতিষ্ঠান জয়গুরু বস্ত্রালয়। জনপ্রিয় এই প্রতিষ্ঠান বরাবর তাদের চোখ ধাঁধানো পোশাক কালেকশনে মন ভরিয়েছে সব বয়সের ক্রেতাদের। উৎসবের কেনাকাটা হোক বা দৈনন্দিন জীবন- সব ধরনের চাহিদা পূরণ করে চলেছে তারা। ট্র্যাডিশনাল, মডার্ন  ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশনের টানে বারবার এই প্রতিষ্ঠানে ফিরে আসেন ক্রেতারা। 

শাড়ি থেকে চুড়িদার, পাঞ্জাবি বা শেরওয়ানি, শাল কিংবা জোহর কোট কী নেই! তবে এত দুর্দান্ত সব কালেকশন দেখে যদি কেউ ভাবে এতো বাজেটের বাইরে, তাহলে সে ধারণা ভুল। কারণ সাধ্যের মধ্যে সাধপূরণ এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

সব ধরনের শাড়ীর কালেকশনে মন কাড়ে এই প্রতিষ্ঠান। কিন্তু জয়গুরু বস্ত্রালয়ের পুরুষদের পোশাক কালেকশনও দুরন্ত! পাঞ্জাবি হোক বা শেরওয়ানি, ধুতির সঙ্গে ট্র্যাডিশনাল লুক হোক বা পাজামার সাথে একটু মডার্ন। জোহর কোর্ট হোক বা ছেলেদের সাবেকি শাল। পুরুষদের জন্য নতুন সব কালেকশন নিয়ে সদা হাজির জয় গুরু বস্ত্রালয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দ যেমন বদলাচ্ছে, সেই পছন্দের সঙ্গেই তাল মিলিয়ে চলেছে এই অভিজাত প্রতিষ্ঠান। তারা যেমন সাবেকিয়ানায় সেরা, তেমনি ট্রেন্ডি আধুনিকেও পাল্লা দেয়।  এক কথায় পরিবারের সকলের জন্য কেনাকাটার আদর্শ জায়গা জয়গুরু!

এটা শেয়ার করতে পারো

...

Loading...