সেরা শাড়ির সেরা ঠিকানা শ্যামবাজার বিধান সরণীর জয়গুরু বস্ত্রালয়

বাঙালির কাছে উৎসব অনুষ্ঠানের সাজ মানেই শাড়ি। দুর্গাপুজো দিয়ে শুরু হয় উৎসবের মরসুম। লক্ষ্ণী পুজো, কালীপুজোর পর ভাইফোঁটা দিয়ে যা শেষ হয়। এই সব উৎসবের সাজে শাড়িই সেরা। দুর্গা পুজোর চারদিনের জন্য চাই নতুন নতুন শাড়ি। তারপর আছে কোজাগরী, কালীপুজো, ভাইফোঁটা। নতুন যোগ দীপাবলি আর ধনতেরাস। শাড়ি ট্র্যাডিশন্যাল বা হাল ফ্যাশন যাই হোক না কেন, শাড়ি না হলে উৎসব সম্পূর্ণ হয় না। শাড়িতে নারী সব সময় সুন্দর। 

উত্তর কলকাতায় সেরা শাড়ির সেরা ঠিকানা শ্যামবাজার বিধান সরণীর জয়গুরু বস্ত্রালয়। প্রতিষ্ঠানের বয়স ৫০ পেরিয়েছে। সাবেরিয়ানায় উজ্জ্বল। উৎসবের কেনাকাটায় স্পেশাল অফার দিচ্ছে জয়গুরু বস্ত্রালয়। সাবেকি থেকে আধুনিক- সব ধরনের শাড়িতেই ক্রেতারা পাবেন বিশেষ ছাড়। 

জয়গুরু বস্ত্রালয়ের কর্ণধার রাজীব সাহা জানিয়েছেন, সাধ্যের মধ্যে শাড়িপ্রেমীদের সাধপূরণ তাঁদের লক্ষ্য। তবে পণ্যের মানের দিকে খুবই সচেতন তাঁরা। উন্নত মানের কারণেই তাঁদের সুনাম পাকা জায়গা করেছে মানুষের মনে। একই কথা খাটে দামের ক্ষেত্রেও। 

শাড়ির পাশপাশি পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার কুর্তার মতো পোশাকও পাওয়া যায় এখানে। নজর কাড়ে শাড়ির কালেকশনের আভিজাত্য। রাজস্থানী সিল্প, মাসরু কাতান, মধুবনী তসর, কাশ্মিরী সিল্ক, পৈঠানি, টিস্যু কাঞ্জিভরম, তসর ইক্কতের উজ্জ্বল রং চোখ টেনে নেয়। উৎসবের জন্য বিশেষ তসর শাড়ি মিলবে এখানে।  সব শাড়ির সঙ্গেই আছে ব্লাউজ পিস।   

বাঙালি নারীর কাছে শাড়ি ইমোশন। এক একটা শাড়ির গায়ে লেগে থাকে এক এক স্মৃতির স্বাদ। এক প্রজন্ম থেকে আর প্রজন্মে প্রবাহিত হয়। তাই মা ঠাকুমার শাড়ির প্রতি এত ভালবাসা আর আবেগ। পঞ্চাশ বছর ধরে এই আবেশের সাক্ষী জয়গুরু বস্ত্রালয়। সময়ের সারণী বেয়ে বয়ে চলেছে একই ঐতিহ্য। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...