বিজনেস টাইকুন জয় চ্যাটার্জি। ইগোয়িস্টিক, সেলফ-সেন্টারড একটা লোক। তার কাছে লাইফ বলতে ‘আমি’ এবং ‘আমি’, এ-ছাড়া আর কিচ্ছু না। সেই লোকটাই, ওয়ান ফাইন মরনিং হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। জমতে থাকে মিস্ট্রির মিস্ট। সেই কুয়াশার পরতে পরতে চলতে থাকে ড্রামা আর থ্রিলারের কানামাছি খেলা। এই খেলার গন্ডিতেই এসে পড়েন এসিপি (সাদাফ ফিগার), জয়ের ফিয়াঁসি অদিতি (জয়া আহসান), অনাথ আশ্রমের এক দিদিমনি (তপতী মুন্সী) আর আসে আশ্রমের অনাথ ছেলের দঙ্গল। চলতে থাকে জয়কে খোঁজার খেলা এবং জয়ের নিজেকে খোঁজার খেলা। জার্নি কলকাতা থেকে ভুটান। জয়ের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই এ-ছবি পরিচালক মনোজ মিচিগানের ঝুলিতে এনে দিয়েছে আমেরিকার ইন্ডিফেস্ট অ্যাওয়ার্ড। ছবিটি রিলিজ করছে ১২ জানুয়ারি। কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’-এর পর আর একবার আবীর-জয়ার কেমিস্ট্রি-কামাল দেখার জন্য অধীর আগ্রহে কলকাতা।