ফের বিপত্তিতে ভাইজান

অভিযোগ যেন তাঁর পিছু ছাড়তেই চাইছেনা। নিজের ঘাঁটিতে অর্থাৎ বলি-ইন্ডাস্ট্রিতে তাঁর 'ব্যাডবয়' ইমেজ সকলেরই জানা। গুরুতর কিছু মামলায় ঝুলে রয়েছেন তিনি, তবু এখনও লক্ষ লক্ষ ফ্যানেদের 'ভাইজান' তিনি। হ্যাঁ, কথা হচ্ছে সল্লু মিয়াঁ- সলমান খান'কে নিয়েই। ফের একবার আইনের গেরোয় ফাঁসলেন তিনি। জানা যাচ্ছে, পেশায় সাংবাদিক এক ব্যক্তি সলমনের বিরুদ্ধে মুম্বইয়ের ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। কী এমন করলেন তিনি?

অনেকেই জেনে থাকবেন, সাইকেল চালানোয় দুর্বলতা রয়েছে সলমনের 'দাবাং থ্রি'-এর কাজের ফাঁকেই মুম্বইয়ের রাস্তায় প্রকাশ্যে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন অভিনেতা। ব্যান্ডস্ট্যান্ডের বাড়ি থেকে বেরিয়ে জুহু হয়ে ফিরে এলেন একই রাস্তা ধরে। আর ভাইজানকে এভাবে রাস্তায় প্রকাশ্যে সাইকেল চালাতে দেখে দু’-একটা ছবি তোলার সুযোগ কেউ হাতাছাড়া করবেন না, তা বলাই বাহুল্য। আর এই ছবি তুলতে গিয়েই ঘটেছে বিপত্তি।

bharat

এবারের অপরাধটি তেমন গুরুতর না হলেও, জানা যাচ্ছে বুধবার সকালে সলমন যখন প্রকাশ্যে সাইকেল চালাচ্ছিলেন, তখন অশোক শ্যামল পাণ্ডে নামের এক সাংবাদিক গোপনে কিছু ছবি তুলছিলেন অভিনেতার। তা দেখতে পেয়ে সলমন নাকি তাঁর মোবাইল ছিনিয়ে নেন হাত থেকে। কিছু গালিগালাজও করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই ভাইজানের বিরুদ্ধে ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। শোনা গিয়েছে, সলমনের দেহরক্ষীও পালটা এক অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিকের বিরুদ্ধে। শ্যামল পাণ্ডে নামে ওই সাংবাদিক নাকি বিনা অনুমতিতেই একের পর এক সলমনের ছবি তুলছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পালটা অভিযোগ দায়ের হয় ওই সাংবাদিকের নামে। বুঝুন কান্ড!

এটা শেয়ার করতে পারো

...

Loading...