পরিচালক আদিত্য বিক্রম সেন এর ছবি 'জোনাকি' মুম্বই চলচ্চিত্র উৎসবে জিতে নিল ইন্ডিয়া গোল্ড সিলভার গেটওয়ে ও স্পেশ্যাল মেনশন অক্সফেম বেস্ট ফিলম অন জেন্ডার ইক্যুয়ালিটি অ্যাওয়ার্ড৷ আদিত্য বিক্রম এই ছবি তৈরির সময় জানিয়েছিলেন, আদিত্যের জন্মের সময় হাসপাতালে গিয়ে সদ্যোজাতকে দেখার পর আর নিজের বাড়ি ফিরে যাননি। তাঁর দিদা তাঁদের বাড়িতেই থাকতেন। আদিত্যও সারাক্ষণ দিদার সঙ্গে থাকতেন। খুব অদ্ভুত সব জায়গায় তিনি তাঁর নাতিকে নিয়ে যেতেন। ট্রাম কোম্পানির অফিস, পুরনো বাড়ি এমনকি বন্ধুদের বাড়িও যেতেন। পরিচালক বলেন, ‘‘দিদার সব কাজ আমিই করেছিলাম। উনিও তাই চেয়েছিলেন। কিন্তু ওঁর মারা যাওয়ার এফেক্টটা আমার ছ’মাস পর থেকে শুরু হল। ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসত’’। ছবি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘‘গল্পটা ব্যাখ্যা করে বলার মতোই নয়। একজন ৮০ বছরের বৃদ্ধা জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। সেখান থেকে সে একটা ফাঁকা স্কুলবাড়িতে যায়। যেখানে আগে থেকেই জনাদশেক লোক বাস করছে। তার মধ্যে কেউ কেউ ওই বৃদ্ধার পরিচিত। এর চেয়ে বেশি বুঝিয়ে বলতে পারব না’’। ছবিতে অভিনয় করেছেন ললিতা চট্টোপাধ্যায় ৷ এই ছবিই হল ললিতা চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি৷