২০১৮ জয়েন্ট-এর ফল প্রকাশ

আর দেরী হয়নি এবার| জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়ে গেল, পরিক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৯৭৪ জন| তার মধ্যে ইন্জিনিয়ারিং-এ কৃতকার্য ছিলো ১ লক্ষ ৫ হাজার ৮১ জন| পরীক্ষায় বোর্ড অবজার্ভার ছিলো ৪২৩ জন| সাফল্যের হার ৬৪ শতাংশ| তার মধ্যে ৮৭ শতাংশ সফল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে| সিবিএসই-তে সাফল্যের হার ২৮ শতাংশ আর আইসিএসই-তে সাফল্যের হার ৫ শতাংশ| বিশাখাপত্তনমের আয়ুষী বিদ্যান্ত, একমাত্র ছাত্রী যে প্রথম ১০ জনের মধ্যে রয়েছে জয়েন্ট -এ|

প্রথম হলেন অভিনন্দন বসু, সাউথ পয়েন্টের  ছাত্র| দ্বিতীয় হলেন দেদীপ্য রায়, হরিয়ানা বিদ্যামন্দিরের ছাত্র| তৃতীয় স্থানে অর্চিষ্মান সাহা, ডিপিএস রুবি পার্কের ছাত্র| চতুর্থ শুভম আগরওয়াল, সেন্ট টমাস বয়েজ স্কুলের ছাত্র| পঞ্চম হলেন দেবজ্যোতি কর, এপিজে স্কুলের ছাত্র| ষষ্ঠ হলেন শ্রী শ্রী অ্যাকাডেমির  ছাত্র নামান বিয়ানী| সপ্তম স্থানে ঋত্বিক গঙ্গোপাধ্যায়, দুর্গাপুর হেমশীলা মডেল স্কুলের ছাত্র| অষ্টম হলেন রণজয় মেদিয়া, অ্যাডামাস ইন্টারন্যাশনলের ছাত্র| নবম হলেন অভিষেক শ্রীবাস্তব, রাঁচির সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র এবং দশম স্থানে FIITJEE-র ছাত্রী আয়ুষী|

আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন টুইটার-এ| পরের বছর পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ২০১৮-এর ডিসেম্বর মাসে আর পরীক্ষা হবে ২০১৯-এ ২১ এপ্রিল, এমনটি জানা গেছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...