ঘরের মাঠে বিধ্বংসী জনি বেয়ারস্টো। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য জয় ইংল্যান্ডের। প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের টার্গেট, পাঁচ ওভার হাতে থাকতেই তুলে নেয় ইংল্যান্ড। ইমাম উল হকের ১৩১ বলে ১৫১ রানের ওপর ভর করেই লক্ষ্যে পৌঁছয় তারা। তবে বেয়ারস্টোর ৯৩ বলে ১২৮ রান, ফিকে করে দেয় ইমাম উল হকের সেই প্রচেষ্টাকে। তাছাড়াও ব্যাট হাতে চমক দেখিয়েছে জেসন রয়। বেয়ারস্টো আর রয়ের ১৫৯ রানের ফার্স্ট উইকেট পার্টনারশিপ কার্যত ম্যাচ কেড়ে নেয় পাকিস্তানের থেকে। তবে পাকিস্তান ব্যাট হাতে যতটা ভাল খেলেছে, ঠিক ততটাই খারাপ প্রদর্শন করেছে তাদের বোলিং লাইনআপ। জুনেদ খান, ইমাম ওয়াসিম আর ফাহিন আশ্রাফ তিনজনেই একটি করে উইকেট পেলেও, রান করা আটকাতে পারে নি ইংল্যান্ডের। জেসন রয় আর বেয়ারস্টো প্যাভিলিয়নে ফিরে গেলেও বাকি কাজটি সামলে নেয় তাদের মিডল অর্ডার। মোয়েন আলির ৩৬ বলে ৪৬ রান আর জো রুটের ৩৬ বলে ৪৩ রানের ওপর ভর করে জয় তুলে নেয় ইংল্যান্ড। ম্যাচ শেষে বেয়ারস্টোকে তার অনবদ্য প্রদর্শনের বিষয় জানতে গেলে তিনি জানান যে আইপিএলের অভিজ্ঞতাই ছিল তার বিধ্বংসী রূপের কারন। বিশ্বকাপের মুল পর্বে প্রবেশ করার আগে ইংল্যান্ডের এ হেন প্রদর্শনে উচ্ছসিত অধিনায়ক ইওইন মর্গান সহ গোটা টিম ম্যানেজমেন্ট।