গান থেকে অবসর ‘লেজেন্ড’ জোন বায়েজের

৬০-৭০ দশক জুড়ে সারা দুনিয়ার ছাত্র আন্দোলনে ছড়িয়ে পড়ত তাঁর গান। কখনও উই শ্যাল ওভার কাম’ তো কখনও গানতানামেরা’। প্রতিবাদের অন্য মাত্রা ধ্বনিত হত তাঁর কণ্ঠে। হাতে গিটার নিয়ে গর্জে উঠত সেই মহিলা কন্ঠ। ব্ব ডিলানের পাশে তাঁর সেই ছবি আজও বিশ্ববাসীর মণিকোঠায়। কখনও প্রেম তো কখনও প্রতিরোধসবেই একরোখা জোন বায়েজ। ৬০ বছরের সংগীত জীবনের শেষে এ বার অবসর নেবেন তিনি। চলতি মাসে স্পেনের সংগীত সফরের পর আর পেশাগত ভাবে গান গাইবেন না, সম্প্রতি এমনটাই জানিয়েছেন ৭৮ বছরের এই লেজেন্ড। 

FotoJet (69)  

তবে কোনও তিক্ততা বা রাগ থেকে অবসর না। বরং কন্ঠস্বরে আরেকটু যত্ন নিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বয়স জনিত কারণে ঠিকমত কাজ করছিল না কন্ঠ। তাই একটু বিশ্রাম দরকার জানিয়েছেন তিনি।

কিন্তু অবসরের পর পরিকল্পনা কী? একদা বব ডিলান ও পরবর্তী স্টিভ জোবসের প্রেয়সী হেসে জানালেন, “নিজের জীবন অবলম্বনে তৈরি একটি তথ্যচিত্রের কাজ শেষ করা, ছবি আঁকায় আরেকটু মনযোগ দেওয়া, আত্মজীবনীর কাজ শেষ করা, সামাজিক আন্দোলনে যথারীতি সক্রিয় অংশগ্রহণ।” আগামি ২৪ থেকে ২৮ জুলাই স্পেনের বিভিন্ন মঞ্চে গান গাইবেন তিনি।

FotoJet (73)  

সাম্প্রতিক দুনিয়ায় তিনি বারবারই সোচ্চার হয়েছেন। কখনও ভিয়েতনাম যুদ্ধ তো কখনও  সাম্প্রতিক টেকনোলজির হাঁসফাঁস সবকিছু নিয়েই উগরে দিয়েছেন নিজের ক্ষোভ। জানালেন, জীবনের ৫০ বছর পর্যন্ত কখনওই খুব স্বস্তিতে ছিলেন না তিনি। সাফল্য এসেছে ঠিকই। কিন্তু কিছুতেই পুরোপুরি তাঁর স্বাদ পাচ্ছিলেন না। অবসরের এই ঘোষণার সাথে জীবন অনেক শান্ত। আনন্দমুখর। তাই আপাতত জীবন অনেক বেশি সতেজ।

FotoJet (77)

অ্যাপেলের কর্ণধার স্টিভ জোবসের সাথে একদা  জোন বায়েজের প্রেমের সম্পর্ক সুবিদিত। কিন্তু কখনওই প্রযুক্তি নিয়ে খুব আশাবাদী ছিলেন না তিনি। বললেন, আজকের শিশুরা আর চোখের দিকে তাকিয়ে কথা বলছে না। কথা বলছে সেলফোনে। এমন একটা দুনিয়ার আশা কখনওই করিনি আমরা। এটা সত্যি কষ্টের। গাছপালার সাথে তাদের আর সংযোগ নেই।” 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...