সানাই বাজবে ৬ মে

ভোটের হাওয়ায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জিতু এবং নবনীতা দাস। টেলিভিশনের অতি পরিচিত মুখ এঁরা। আগামী ৬ মে তাঁদের বিয়ে। দ্বীপ জ্বেলে যাই ধারাবাহিকে প্রথম আত্মপ্রকাশ নবনীতার। এরপর অর্ধাঙ্গিনী, আর এখন মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে মা তারার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। জিতুর টেলি কেরিয়ার শুরু হয়েছে দশ-বারো বছর আগে। এর পর থেকে বহু কাজ তিনি করে চলেছেন এক নাগাড়ে। কদিন আগে রাঙিয়ে দিয়ে যাও ধারাবাহিকে দেখা যাচ্ছিল এক ফৌজির চরিত্রে। আর এখন তিনি ব্যস্ত রয়েছেন মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে রাজার ভূমিকায়। ওদিকে সেখানেই মা তারার চরিত্রে নবনীতা দাস। সুতরাং কম বেশি দেখা সাক্ষাৎ সেটেই হয়ে যায় ভাবী দম্পতির। তবে, প্রথম দেখা অর্ধাঙ্গিনী ধারাবাহিকের সেটে। তারপর ভাললাগা জন্মায়। সম্পর্ক তখন অন্য সংজ্ঞা পায়। তবে, খুব চুপি চুপি প্রেমটা চালিয়ে গিয়েছেন দুজনে। টলি পাড়াতেও শোনা যায়নি তাঁদের প্রেমকাহিনি। তা সে যাইহোক, সেই চুপি চুপি প্রেমের গল্পের প্রতিফলন ঘটতে চলেছে আগামী ৬ মে

jitunabonitacontent_02

সবাই যখন ভোটজ্বরে আক্রান্ত তখনই সানাই বাজবে জিতু-নবনীতার বাড়িতে। বিয়ের আসর বসবে নবনীতাদের গড়িয়ার বাড়িতে। আর ৮ মে রিসেপশনের আয়োজন করা হয়েছে হাইল্যান্ড পার্কের কাছে উদিতা অ্যাপার্টমেন্টের উপলক্ষ্য কমিউনিটি হলে। ষোলোয়ানা বাঙালি মতে বিয়েটা হবে বলে জানালেন জিতু। পাজামা-পাঞ্জাবি, জোড় পরেই বিয়ে করবেন জিতু। আর নবনীতা পরবেন বেনারসি। নাগরাই জুতো নয়, জামাই বাবাজি পরবেন কোলাপুরি জুতো। কেনাকাটা শুরু করেছেন গতকাল থেকে। বিয়েটা হওয়ার কথা ছিল অগ্রহায়ণ মাসে। কিন্তু নবনীতার অপারেশনের কারণে বিয়েটা পিছিয়ে যায়। নবনীতার অসুস্থতার কারণে কেনাকাটার দিকেও তেমন মন দিতে পারা যায়নি বলে জানিয়েছেন জিতু।  

jitunabonitatomarrycontent_01

জিজ্ঞেস করেছিলাম ভোটের হাওয়ায় বিয়েটা সারতে চলেছ। প্রস্তুতি কতদূর? উত্তরে জিতু জানান-

হ্যাঁ, ঠিক বলেছো, ভোটের হাওয়ায় বিয়ে করতে চলেছি। ভোট যাকে দিই তিনি তো কত প্রতিশ্রুতি দেন। আর আমরাও ৬ মে প্রতিশ্রুতিবদ্ধ হতে চলেছি। দেখা যাক আগামী পাঁচ বছরে আমরা কে কার কতটা কথা রাখতে পারি, আর কতটা প্রতিশ্রুতি মাফিক কাজ করতে পারি। প্রস্তুতি পর্ব সবে শুরু হয়েছে। এতদিন নবনীতাকে সুস্থ করার যজ্ঞে ব্যস্ত ছিলাম। আজ সে সুস্থ। আমিও খানিকটা নিশ্চিন্ত। আশা রাখি যা হবে ভালই হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...