একসময় যীশু সেনগুপ্তকে বলা হত বাংলার এফএমজি। অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল। বাংলা ছবির বিষেশজ্ঞদের মতে যীশুর পুনর্জন্ম হয় প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। ‘আরেকটি প্রেমের গল্প’, ‘চিত্রাঙ্গদা’, ‘ নৌকাডুবি’.... ইত্যাদি ছবিগুলি যদিও বড়সড় হিট নয়, কিন্তু অভিনয়ের চলতি ধারা বদলে যীশু ফলে ফুলে পরিণত হয়ে উঠেছিলেন। নবকলেবরে যীশু বাংলার পাশাপাশি হিন্দিতেও এখন পরিচিত মুখ।
২০১২ তে 'বরফি' যদি বলিউডের যীশুর মান্যতাপ্রাপ্তি হয়, তবে ২০১৪ তে সৃজিত-এর 'জাতিস্মরে' বাংলা দর্শক মনে সেকেন্ড লিড-এ ভাস্বর হয়ে ওঠেন যীশু। ২০১৫ তে এই রেশ রেখে বাংলায় 'নির্বাক', 'আরশিনগর', ছাড়াও কমেডি 'ঘেঁটে ঘ'..... হিন্দিতে 'পিকু' সর্বত্র সেকেন্ড- থার্ড লিড হয়েও দর্শদের ক্রমশ প্রিয় মুখ হয়ে ওঠেন যীশু। পরিচালকের কাছেও মূল চরিত্রে ফের ফিরে আসতে থাকেন তিনি। 'ব্যোমকেশ ও চিড়িয়াখানায়' যীশুর লুক ছিল দেখার মত। 'জুলফিকার'-এ নেগেটিভ চরিত্রে জ্বলে ওঠেন তিনি। 'পোস্ত'-র সাদামাটা চরিত্র, ২০১৭ তে 'কাকাবাবু'র ছবিতে 'ইয়েতি অভিযান' এবং 'ব্যোমকেশ ও অগ্নিবাণ', মশলাদার 'জিও পাগলা', 'ঘরে অ্যান্ড বাইরে'। হালফিলের 'উমা', 'সোনার পাহাড়'।
যীশুর অভিনয়ের সঙ্গে কাস্টিং এর বিস্ফোরণ 'মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি'তে লা জবাব। কঙ্গনার বিপরীতে এবং সর্বভারতীয় ড্যানি, কুলভূষণ, অতুল কুলকার্নি, সুরেশ ওবেরয়-দের মতো শিল্পীদের সঙ্গে চুটিয়ে অভিনয় করলেন (রানী লক্ষ্মীবাঈ-এর স্বামী গঙ্গাধর রাও-এর চরিত্রে)। ২০১৯ এ একের পর এক তাঁর ছবি মুক্তি পায়। 'ঘরে বাইরে আজ', 'বর্ণপরিচয়', 'দ্য গ্রামার অফ ডেথ'- এই ছবিতে সহ শিল্পী আবিরের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন যীশু। এরপর অবশ্যই প্রিয়াঙ্কা, সৌমিত্র, অপর্ণা, ঋতুপর্ণা, শাশ্বতর সঙ্গে 'বসু পরিবার'-এ যীশু দর্শকদের মন কাড়েন। অপরদিকে প্রসেনজিৎ, শুভাশীসদের সঙ্গে 'মহালয়া' বা রজতাভ, গার্গীদের সঙ্গে 'মুখোমুখি' নজর কাড়ে দর্শকদের। একই সঙ্গে দক্ষিণের একটি বায়োগ্রাফি ছবি 'কথা নায়কুদু' তে বিদ্যা বালান, নন্দমুরী, প্রকাশ রাজ দের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন যীশু।
ইতিমধ্যেই নেটফ্লিক্সে পরিচালক সুজয় ঘোষের 'টাইপ রাইটার'-এ এক ব্যতিক্রমী চরিত্রে তাকে আবিষ্কার করে দর্শক। - হিন্দি ছবির এই উজান বেয়ে চলতি বছরে মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান, সানিয়া মলহোত্রর সঙ্গে‘মণিকর্ণিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘মর্দানী’ শকুন্তলা দেবী। শকুন্তলার স্বামীর ভূমিকায় দেখা যাবে যীশুকে। অন্যদিকে মহেশ ভাটের সিক্যুয়েল 'সড়ক-২' তে আলিয়ার বাবার চরিত্রে যীশু। এই ছবিতে সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কপুরও রয়েছেন।
ছোট পর্দার অ্যাঙ্কারিং এর সাফল্য যদি নিছকই অর্থ উপার্জনের সোপান হয়, তবে নিত্য নতুন ভিন্নমুখী অভিনয়ের ক্ষেত্রে যীশু এখন সাবধানী সিরিয়াস। হি-ম্যানশিপ দেখাবার গতানুগতিক গা ভাসানেতেও নেই যীশু।