জিও তে এ কি টালমাটাল অবস্থা!

এখন ইন্টারনেট মানেই রিলায়্যান্স জিও, সবার হাতে জিও কানেকশন। সেই জিও-তে ডামাডোল,ভাবা যায়? এত বেশি সুবিধা মানুষ আগে কখনো পায়নি যা জিও দিয়েছে, ফ্রী ডেটা ছাড়াও আনলিমিটেড কথা বলার সুযোগ, যার জন্য অন্য সব টেলিকম সংস্থা কোনো ভাবে তাদের ট্যারিফ কমাতে বাধ্য হয়েছে। তাহলে অসুবিধাটা কোথায় হল?

সূত্র থেকে জানা যায় জিও সংস্থার উচ্চপদস্থ ৩ জন কর্মচারী এক সাথে চাকরি ছেড়েছেন, যা গ্রাহকদের জন্য শুভ সংকেত নয়। তাঁরা হলেন টেলিকম সেক্টরের ৩ পরিচিত নাম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আয়ুশ শর্মা, টেকনলজি ডেভেলপমেন্টে-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক আমিন এবং ডেটা সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিকোলা সুকেভিচ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আয়ুশ ভাটনাগর আপাতত আয়ুশ শর্মা ও তারেক আমিনের শূন্যপদের দায়িত্ব নিয়েছেন। দেখা যাক এই বিপজ্জনক পরিস্থিতিতে জিও সংস্থা কিভাবে নিজেদের মর্যাদা ও খ্যাতি অক্ষুন্ন রাখতে পারে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...