সুস্থ আছেন জেনিফার

ভালো আছেন জেনিফার।সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন MRNA-1273 প্রয়োগ করা হয় ৪৩ বছরের জেনিফার হ্যালারের শরীরে। ওয়াশিংটন ডিসির সিয়াটলে কাইজার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে চলতি সপ্তাহের শুরুতেই করোনা ভ্যাকসিন পরীক্ষা শুরু হয়। এনআইএইচের তত্ত্বাবধানে এই ভ্যাকসিন বানিয়েছে ম্যাসাচুসেটসের বায়োটেকনোলজি সংস্থা মোডার্না।

ভ্যাকসিন গ্রহণ করার পর বাড়ি ফিরে যান জেনিফার। ভ্যাকসিন নেওয়ার একদিন পর তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘সম্পূর্ণ ভাবে সুস্থ আছেন’।
কোনওরকম পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেখা যায়নি।
ভ্যাকসিন প্রয়োগের আগে দুই সন্তানের জননী জেনিফার বলেছিলেন, ‘ এই মুহূর্তে আমরা সবাই অসহায়। এটা আমার কাছে একটা বড় সুযোগ যে আমি কাজে লাগতে পারছি'।

জেনিফারের শরীরে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তার কাজ শরীরের কোষকে অ্যান্টি-ভাইরাল প্রোটিন উৎপাদনে সাহায্য করা। ভ্যাকসিনের পর তাঁর কাজ মূলত নিজের শারীরিক পরিস্থিতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ। তার প্রতিটি বিবরণ দিয়ে একটি জার্নাল তৈরি করতে হবে তাঁকে। তার ভিত্তিতেই প্রয়োগ করা হবে দ্বিতীয় ভ্যাকসিন। ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের জন্য গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...