ভারত-বাংলাদেশের যৌথ প্রয়াসে আবারও তৈরি হতে চলেছে বাংলা সিনেমা। সিনেমার নাম ‘লায়ন’। এই সিনেমায় নায়কের চরিত্রে দেখা যাবে টলিউড সুপারস্টার জিৎ-কে। সিনেমার পরিচালক রাইহান রাফী। প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে। জানা গেছে, সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। নতুন বছরে শুটিংয়ের জায়গা দেখতে দল যাবে মালয়েশিয়া আর থাইল্যান্ড।
হাইলাইটসঃ
১। লায়ন সিনেমায় নায়কের চরিত্রে দেখা যাবে জিৎ-কে
২। তবে বছরের শেষে ছুটির মেজাজে অভিনেতা
৩। ছেলে রোনভকে নিয়ে খেলাধুলোয় মেতে রয়েছেন নায়ক
এর আগে বাংলাদেশি পরিচালক রায়হান রাফির পরিচালনায় দেখা গেছিল টলিউড নায়িকা মিমি চক্রবর্তীকে। ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি তুফান তুলেছিল বিশ্বজুড়ে। আর এবার সেই পরিচালকেরই নায়ক জিৎ। জানা গেছে, ছবি নিয়ে তিনিও প্রচণ্ড উৎসাহিত তিনি। ২০২৫ সাল উৎসর্গ করেছেন ‘লায়ন’কে। তাই তাঁর প্রযোজনা সংস্থার নতুন কোনও ছবির এখনও করেননি ঘোষণা। তবে কাজের তাড়া থাকলেও বছরের শেষে ছুটির মেজাজে অভিনেতা জিৎ।
জিৎ-এর সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এক মরুভূমিতে ছেলে রোনভকে নিয়ে খেলাধুলোয় মেতে রয়েছেন নায়ক। স্নিগ্ধ পরিবেশে ছেলেকে কখনও আকাশে তুলে ধরছেন, আবার পরক্ষণেই লুফে নিচ্ছেন কোলে। বছরের শেষে ছুটির আমাজে রয়েছেন বলিউড থেকে টলিউডের তাবড় তাবড় সমস্ত অভিনেতারা। জিৎ পরিবারও বাদ যাননি সেই তালিকা থেকে। তবে ছুটি শেষে আবারও পুরোদমে কাজে ফিরবেন অভিনেতা।