‘বিমল মানসসরসবাসিনী, শুক্লবসনা শুভ্রহাসিনী, বীণাগঞ্জিত মঞ্জুভাষিণী কমলকুঞ্জাসনা’
ভেজা বসন্তের ভোরে বাগদেবীর আবাহনে মেতে উঠেছিল মহানগর।
কোথাও থিমের অভিনবত্ব আবার কোথাও সনাতন ধারায় পুজোর আয়োজন।
সেই আয়োজনকেই স্বীকৃতি জানাল জিয়ো বাংলা।
ভাষা দিবসের প্রাক সন্ধ্যায় স্টার থিয়েটারে ভাষা উৎসবের মঞ্চে বিজেতাদের হাতে তুলে দেওয়া হল জিয়ো বাংলা সরস্বতী সম্মান-২০২০।
সরস্বতী সম্মান-২০২০তে প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব অংশ গ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে সেরা পাঁচকে নির্বাচন করা হয়।
সেরা থিম, সেরা প্রতিমা এবং পরিবেশ সচেতনতার ভিত্তিতে ট্রফি তুলে দেওয়া হয় পুজো উদ্যোক্তাদের হাতে।
সরস্বতী পুজোয় জিয়ো বাংলা বিশেষ পুরস্কার পায় পুনর্মিলন সমিতি, কুঁদঘাট ( পূর্ব পুটিয়ারী)।
শিক্ষা প্রতিষ্ঠানে সেরা প্রতিমার শিরোপা জিতে নেয় বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর। সেরা প্রতিমা (ক্লাব) সম্মান পায় নিউ স্পোর্টিং ক্লাব।
পরিবেশ সচেতনতার দিক থেকে হয়েছে যোধপুর পার্ক বয়েজ হাইস্কুল।
বিশ্ব-শান্তি এবং সহিষ্ণুতার শ্বেত পারাবতে সেজে উঠেছিল কমলা চ্যাটার্জি গার্লস স্কুলের পূজা অঙ্গন। কলা এবং জ্ঞানের দেবীর আরাধনা আসলে শান্তির বার্তাই বয়ে আনে। তাদের সেই ভাবনাকে সম্মান জানাল জিয়ো বাংলা। সরস্বতী পুজোর সেরা থিমের সম্মান তুলে দেওয়া হয় দক্ষিণ কলকাতার কমলা চ্যাটার্জি গার্লস স্কুলের শিক্ষিকাদের হাতে।