পুজো মানেই বাঙালির ঘরে ঘরে একটি আলপোনা থাকবেই। পুজো আর্চার সাথে সাথে বাঙালির জীবনে আলপোনা ওতপ্রত ভাবে জড়িত। তাই বাঙালির জীবনের এই অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটি কে নিয়েই সেজে উঠছে জয়শ্রী পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপ।
জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের জিয়ো বাংলার স্টুডিও-এ উপস্থিত ছিল পূজা কমিটির সহ-সভাপতি প্রদীপ্ত দত্ত, কোষাধ্যক্ষ পল্লব শ্যামল ভট্টাচার্য ও সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী। সঞ্চালক মনীষার সাথে জেনে নিলাম তাদের পুজোর বিষয়। এই বছর ৬৩তম বর্ষে তাদের থিম “আলপনায় সাবেকি”। নাম শুনেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ থিমের পুজো না হলেও, বাংলার এই প্রাচীন কলা কে তুলে ধরাটাই তাদের প্রধান বিষয়। থিমের নিদৃষ্ট কোনও শিল্পা না থাকলেও পল্লীরই এক সদস্য ভাস্কর বাবুই যে এই ভাবনার পৃষ্ঠপোষক তা জানালেন জিয়ো বাংলার অনুষ্ঠানে উপস্থিত থাকা এক সদস্য।
পুজোর চারটি দিন ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে এক বসে আকোঁ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাছাড়াও পাড়ার মহিলা সদস্যদের নিয়েও থাকে বিভিন্ন অনুষ্ঠান। অষ্টমীর দিন সকল পল্লী বাসিদের নিয়ে এক ‘গেট টুগেদার’ – আয়োদন করা হয়।
শুধু তাই নয় ওই দিন যত দর্শনার্থী তাদের পুজোর দেখতে যায় তাদেরকে মায়ের ভোগ না খাইয়ে ছাড়া হয়না। তাই যদি একবার আলপোনার সাথে আরও একবার নিজের পরিচিতি ঘটাতে চান তাহলে দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-এ উঠে নামতে হবে মহানায়ক উত্তম কুমার, স্খান থেকে বাস ধরে মদন মোহন তলা-র নিকটেই জয়শ্রী পার্ক সর্বজনীন।