বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এক নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং তার নামের দিয়েছেন ‘দশম অবতার’।
এই ছবিতে অভিনয় করার কথা ছিল টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি আর সিনেমাটি করবেন না। সেই কারণেই পরিচালক সৃজিত সিনেমাটির জন্যে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে কাজ করার প্রস্তাব পাঠিয়েছেন।
বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লে’কে ঠিক এরমি জানিয়েছেন সৃজিত মুখার্জি। তিনি জানিয়েছেন জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন। জয়াকে বেচে নেওয়ার একাধিক কারণ আছে সৃজিতের। তিনি বললেন, ‘‘প্রথমত, শ্যুটে সময় দিতে পারছে জয়া। ডেট অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ বছরের পারফর্মেন্স। আমরা যদি ওর কেরিয়ারগ্রাফ দেখি, ‘রবিবার’ হোক বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’ তাঁর কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। চতুর্থত, অতীতে সফল কোল্যাবোরেশনের ইতিহাস আছে। ‘রাজকাহিনি’ হোক এবং ‘এক যে ছিল রাজা’। এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।’’
এই ছবিতে একসাথে তাঁরা কাজ করলে, দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া। এর আগে পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান।‘কপ ইউনিভার্স’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে। এবার শুরু হবে শ্যুট।
জয়া না হয়ে কেন শুভশ্রী ছিল সৃজিতের প্রথম পছন্দ? এক সংবাদ মাধ্যমের দ্বারা পরিচালক জানালেন, তাঁর কথায়, ‘‘শুভশ্রী ছাড়া এই চরিত্রটি আর কেউ করতে পারত না, তা নয়। শুভশ্রীর সঙ্গে এর আগে একবারও কাজ করা হয়নি আমার। ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা’-এ অপূর্ব অভিনয় করেছে শুভশ্রী। তাই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম।
একসময় টলি পাড়ায় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও জয়া কোনওদিনই স্বীকার করেননি সৃজিতের সঙ্গে সেই প্রেমের ব্যপারে। বরাবরই জয়া জানিয়েছেন যে এই বিষয়টি পুরোটাই গুজব।
এই গুজবের জন্যই কি সৃজিত জয়া কে বলেনি ? এই উত্তরে পরিচালক বলেন,‘‘না না এসব মাথাতেই ছিল না। আর এবার কাজ করার পরেও হয়তো আমাদের নিয়ে গুজব শুনতে হবে। অক্যুপেশনাল হ্যাজার্ড হিসেবেই গ্রহণ করতে হয়। এতে কিছু করার নেই। গা সওয়া হয়ে গিয়েছে। না হলে এই পেশায় টিকে থাকা যাবে না।’’