ভারতীয় দলে ফিরলেন বুমরা ও ধওয়ান

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি- টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন জশপ্রীত বুমরা এবং শিখর ধওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলেও রাখা হয়েছে তাঁদের।শ্রীলঙ্কা সিরিজে  বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি ও রোহিত শর্মাকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফেরার রাস্তা তৈরি হয়েছিল দলের এক নম্বর পেসার জশপ্রীত বুমরার। গত দক্ষিন আফ্রিকার সাথে ম্যাচ চলাকালীন চোট পান বুমরা। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিন আফ্রিকার সাথে সিরিজে তাঁকে মিস করেছে ভারতীয় দল। অবশেষে চোটমুক্ত হওয়ার পরেই তাঁকে একটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে। শিখর ধওয়ান চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের বাইরে ছিল। তিনিও এখন সুস্থ। তবে তাঁর পরিবর্তে লোকেশ রাহুল ওপেনার হিসেবে ভাল ব্যাটিং করেছে। তাই শ্রীলঙ্কা সিরিজে রোহিত শর্মার জায়গায় খেলার সুযোগ পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু জায়গা পাওয়ার দৌড়ে লড়তে হতে পারে ধাওয়ানকে।

এমনিতেই চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল। হার্দিক পান্ড্য,দীপক চাহার চোটের জন্য দলের বাইরে। এই অবস্থায় বুমরার ফিরে আসা দলের জন্য অত্যন্ত কার্যকর। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি- টোয়েণ্টি সিরিজ শুরু হচ্ছে জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে। তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ জানুয়ারি থেকে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...