ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে নয়া নজির। দীর্ঘ ৪৫ বছর পর আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে অলরাউন্ডার বিভাগে প্রথম স্থানের অধিকারী হলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করে এই খেতাব জিতলেন তিনি। তাঁর ২০৯ বলে ২০২ রানের ওপর ভর করে ইংল্যান্ডকে ৩৮১ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১৯৭৪ সালে এই খেতাব জিতেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স। আন্তর্জাতিক ক্রিকেটে জেসন হোল্ডার ছাড়াও অষ্টম উইকেটে দ্বিশতরান করার অধিকারী হন পাকিস্তানের ওয়াসিম আক্রম (২৫৭ রান) আর তারই সহ খেলোয়াড় ইমতিয়াজ আহমেদ (২০৯ রান)।