তিন সপ্তাহ ধরে জ্বলছে আমাজন রেইন ফরেস্ট। এই নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। থেমে নেই কলকাতাও। সোমবার কলকাতার ভাষা শহিদ উদ্যান থেকে ক্যামাক স্ট্রিট এর ব্রাজিলের ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত সবুজ বাঁচাও দাবিতে মিছিল করল "যশোর রোড সেভ ট্রি কমিটি" ও কলকাতার বেশ কিছু স্কুলের প্রায় ৬০০ পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে যে আমাজন রেইন ফরেস্ট তা দাবানলের আগুনে জ্বলে গেলে সারা পৃথিবীতে জীব বৈচিত্র বিপন্নও হবে। এই দাবি সম্বলিত একটি স্মারকলিপিও তাঁরা ব্রাজিল কনসুলেটের কাছে জমা দিয়েছেন।
পরিবেশ বিজ্ঞানীদের বক্তব্য, বিগত ২১ দিন ধরে ভয়াবহ দাবানলের ফলে আমাজন রেইন ফরেস্ট পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের যোগানদার। এর ফলে পৃথিবীর ১০ শতাংশ জীব বৈচিত্র নির্ভর করে। আর এর উপরে নির্ভর করে পৃথিবীর জলবায়ু। এই জঙ্গল এখন জ্বলছে। ভয়াবহ দাবানলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে গাছ পালা, জীব জন্তু। অথচ সেভাবে তেমন কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না ব্রাজিল সরকারের পক্ষ থেকে। এই দাবানল এতটাই বীভৎস যে মহাকাশযান থেকেও তা স্পষ্ট দেখা যাচ্ছে। ঘটনাস্থল থেকে ১৭০০ কিলো মিটার দূরবর্তী স্থানেও ছাই উড়ে যাচ্ছে। আমাজন রেইন ফরেস্টের পর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য আছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। এখানেও প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন ম্যানগ্রোভ নষ্ট করার কাজ চলছে, ফলে বাড়ছে জীব বৈচিত্র নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা।
পরিবেশবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ বলেন, 'আমরা সভ্য বলে নিজেদের দাবি করে যেমন ভাবে খুশি পৃথিবীকে ব্যবহার করছি। পরিবেশ নষ্ট করে আমরা আমাদের সভ্যতা সৃষ্টি করছি। বন -জঙ্গল কেটে ছারখার করছি। প্রকৃতিকে অবিরত দূষিত করছি। এর ফলে আমরা আমাদের হাতে তৈরী সভ্যতাকে ধংসের দিকে ঠেলে দিচ্ছি। জমির জন্য গাছ কাটতে আমাদের হাত কাঁপছে না। এই যে আমাজন রেইন ফরেস্ট স্বল্প সময়ের ব্যবধানে বার বার জ্বলে যাচ্ছে, কেন তা ঘটছে এই ব্যাপারে ব্রাজিল প্রশাসন কোনও আগাম ব্যবস্থা বা পরিকল্পনা করেনি। আমরা আমাদের স্মারকলিপিতে এই বিষয়টি উল্লেখ করেছি।"
জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমাজানের জঙ্গল শুষ্ক থাকে। পরিবেশবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ বলছেন, "এই সময়ের মধ্যে আমাজন রেইন ফরেস্টে দাবানলের ঘটনা অবাক করে দিচ্ছে। ২০১৯ সালে শুধু আমাজনের ব্রাজিল অংশে ৭৪,১৫৫ টি দাবানলের ঘটনা ঘটেছে। আমাজন রেইন ফরেস্টের ৬০ শতাংশ রয়েছে ব্রাজিলের মধ্যে। আমাজন রেইন ফরেস্ট সারাবছরই আর্দ্র থাকে। এই অঞ্চলে কি ভাবে এতবার আগুন লাগার ঘটনা ঘটছে সেটাও আমাদের ভাবাচ্ছে।"
এ দিকে আমাদের রাজ্যের সুন্দরবনের ম্যানগ্রোভ কাটা নেওয়ার ঘটনাকেও সৌমেন্দ্রমোহন ঘোষ চিন্তার কারণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এই রাজ্যে বিভিন্ন সময়ে যে বড় রকমের ঝড় আসে তাকে প্রাকৃতিক ঢাল হিসেবে প্রতিহত করে সুন্দরবনের ম্যানগ্রোভ আমাদের রাজ্যকে বাঁচায়। যে ভাবে এখানে ম্যানগ্রোভ কেটে নেওয়া চলছে, তাতে আগামীদিনে বড় রকমের ঝড় এলে এই রাজ্যও যে বিপদের আঁচ পড়তে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। এই ব্যপারে প্রশাসনের এখনই সজাগ হওয়া উচিত।"