সম্মানিত জোজো

এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর হল পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন জোজো বাবু। মনে আছে এই জোজো বাবুকে? আলবাত মনে আছে। আজ্ঞে হ্যাঁ, রাজ চক্রবর্তী পরিচালিত অ্যাডভেঞ্চার অফ জোজো’ ছবির জোজো অর্থাৎ যশোজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। 

 ‘অ্যাডভেঞ্চার অফ জোজো’ ছিল তার ডেবিউ ফিল্ম। আর এই সেকশনেই মিলল পুরস্কার। ছবিতে অভিনয় করার অফার আসায় যশের বাবা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নিজে কোনও ঝুঁকি নেননি ছেলেকে নিয়ে। তিনি তাঁর বাবা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের উপরে ছেড়ে দেন ছেলের ভবিষ্যৎ। অনুমতি অবশ্য মেলে তখন। আর ব্যস, যশোজিৎ হয়ে যায় জোজো। ছবিটি দর্শকমনে সাড়া ফেলেছিল। বিশেষ করে শিশুদের ভাল লাগার মতো ছবি হয়েছিল ‘অ্যাডভেঞ্চার অফ জোজো’। আর এবার সম্মানিত সেই জোজো বাবু। ডন বস্কো স্কুলের সপ্তম শ্রেণির এই ছাত্রের অভিনেতা হওয়ার ইচ্ছা নেই বলেই জানিয়েছে জিয়ো বাংলাকে। আপাতত শুধুই পড়াশুনো। এমনকী ভবিষ্যতে কী হতে চায় সেটাও সে ঠিক করেনি এখনও পর্যন্ত।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...