বিদেশে দাঁড়িয়ে স্পষ্ট বাংলায় কথা বললেন এক জাপানি তরুণী

 

কবিতার ভাষায় ‘আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা’ বলা বাবামায়েরাও আজ স্তম্ভিত ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে| তার কারণ সেই ভিডিওতে কোনো বাঙালি নয়, বরং একজন বিদেশিনীর মুখে শোনা যাচ্ছে স্পষ্ট বাংলা| পরিষ্কার বাংলায় তিনি সর্ষে ইলিশের দাবি জানিয়েছেন| সাকুরা ইশিকাওয়া নামক এক জাপানি মহিলাকে স্পষ্ট বাংলা বলতে দেখে স্তম্ভিত নেটদুনিয়া|

শুধু বাংলা নয়, স্পষ্ট হিন্দিতেও কথা বলতে সাবলীল তিনি| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যিনি এই মহিলার ভিডিও শেয়ার করেছেন তিনি নিজেই পরিচয় করিয়েছেন এই মহিলার সাথে| তিনি জানিয়েছেন, তিনি সেই মুহূর্তে ছিলেন জাপানে| সেইখানেই তার সঙ্গে আলাপ হয় সাকুরার| সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতেই সাকুরা জানিয়েছেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়াশোনা করেছেন| তাছাড়া তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোটগল্প পড়ার সাথে সাথে সত্যজিত রায়ের বিভিন্ন সিনেমাও তিনি দেখেছেন| সম্পূর্ণ ভিডিওটি জুড়ে স্পষ্ট বাংলায় কথা বলতে শোনা যায় তাকে| বাংলার কোন কোন পদ তার বিশেষ পছন্দ তাও জানিয়েছেন তিনি| সর্ষে ইলিশ ও রসগোল্লার নাম করতেও ভোলেন নি তিনি|

তিনি জানিয়েছেন, কলকাতাতেই একসময় থাকতেন তিনি| গোলপার্ক এলাকার বাসিন্দা ছিলেন তিনি| তবে স্থায়ী বাসিন্দা নন| মাত্র দুইমাসের জন্য কলকাতা এসেছিলেন তিনি| সেইসময়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছিল গ্রীষ্মকালীন একটি বাংলা ওয়ার্কশপ| সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করার পরেই তিনি কলকাতার থাকার স্থায়িত্বকাল বাড়িয়ে ৬ মাস করে নেন| কলকাতায় ৬ মাস কাটিয়ে তিনি পাড়ি দেন দিল্লিতে| সেখানে গিয়ে তিনি শেখেন হিন্দি|

স্বাভাবিকভাবেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি|মুহূর্তের মধ্যেই সেই ভিডিও-র ভিউ পৌঁছে ৩৬ হাজারে| ভিডিওটি শেয়ার হয় ১০ হাজার বার| আপনিও দেখে নিন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও.......

এটা শেয়ার করতে পারো

...

Loading...