বাজারে এলো আল্ট্রা থিন স্প্রে ফেসমাস্ক

জাপানের একটি ফার্ম সম্প্রতি তৈরী করেছে এক নতুন ধরনের ফেসমাস্ক| জাপানিজ সংস্থাটি সম্প্রতি সকলের সামনে এনেছে বিশ্বের প্রথম আল্ট্রা থিন স্প্রে ফেসমাস্ক| সংস্থার দাবি, আর্দ্রতা প্রদানকারী এই ফেসমাস্কটি একধরনের ফাইবার দিয়ে তৈরী যার ঘনত্ব মানুষের চুলের ১০০ ভাগের ১ ভাগ|

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দ্রুত শোষণকারী একটি লোশন লাগানোর পরে ব্যবহারকারীকে এই ফেসমাস্কটি সারা মুখে স্প্রে করে নিতে হবে| মুখে এই মাস্কটি স্প্রে করার সাথে সাথেই মুখে একটি হালকা স্বচ্ছ্ব আবরণ তৈরী হয়ে যাবে| এরফলে এই আবরণের নিচে থাকা ব্যবহারকারীর আসল ত্বক সম্পূর্ণ আর্দ্রতা শোষণ করতে পারবে| আবরণটি স্বচ্ছ্ব হওয়ার কারণে ত্বক ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারবে| সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফেসমাস্কটি ব্যবহারকারী সারারাত লাগিয়েও রাখতে পারে| আর তা না চাইলে লাগানোর কয়েক মিনিট পরে তুলে ফেলাও যাবে|

জাপানিজ সংস্থা ‘কাও’-এর ত্বক বিশেষজ্ঞ মাসায়ুকি উচিয়ামা জানান, গোটা বিশ্বের মধ্যে এই প্রথমবার স্কিনকেয়ার প্রডাক্টের ক্ষেত্রে এমন প্রযুক্তির ব্যবহার হলো| উচিয়ামার বক্তব্য, তারা টানা ১০ বছর ধরে পরিশ্রম করে অবশেষে এই সাফল্য অর্জন করতে পেরেছেন| এইধরনের প্রযুক্তির ব্যবহার আগে হলেও উচিয়ামা জানিয়েছেন, তারা যে প্রযুক্তি ব্যবহার করছেন তার মূল উপাদান ফাইবার, যা অধিক নমনীয় এবং নড়াচড়ার ফলেও তা ভাঙ্গবে না| 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...