ফলোয়ারদের ৯ মিলিয়ন ডলার উপহার

এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে? কিন্তু তাই বলে ৯ মিলিয়ন ডলার কেউ শুধুমাত্র এক্সপেরিমেন্ট-এর কারণে কেউ কি দিতে পারে? সম্প্রতি জাপানের একজন বিত্তশালী ব্যক্তি তার ট্যুইটারের ফলোয়ারদের জন্য দান করলেন ৯ মিলিয়ন ডলার অর্থাৎ ৯০ লক্ষ টাকা| টাকা পেয়ে তাদের জীবনযাত্রায় আদৌ কোনো পরিবর্তন আসে কিনা তা দেখার জন্যই তিনি নিয়েছেন এই পদক্ষেপ| তিনি জানিয়েছেন, এই টাকা পাওয়ার জন্য তেমন খাটনিও খাটতে হবে না তার ফলোয়ারদের| শুধু তার ট্যুইটের রি-ট্যুইট এবং অ্যানাউন্সমেন্টের ট্যুইটটি জানুয়ারির ৭ তারিখ রাত জানুয়ারির ৭ তারিখ রাত ১২ টার আগে ট্যুইট করলেই হবে|

সেই ব্যক্তি আর কেউ নন| তিনি হলেন জাপানিজ ফ্যাশন টাইকুন ইউসাকু মায়জাবা| তিনি একে একধরনের ‘সোশ্যাল এক্সপেরিমেন্ট’ বলে ব্যক্ত করেছেন| তার মতে এইভাবে টাকা পেলে মানুষের জীবনে খুশির পরিমাণ বারে কিনা তা দেখাই মূল উদ্দেশ্য তার| জানা গেছে এর জন্য ১ হাজার জনকে সনাক্ত করা হয়েছে যারা এই টাকা পাবেন| মায়জাবা ১ মিলিয়ন ইয়েন দেওয়ার কথা ঘোষণা করেছে|মায়জাবার চলতি বছরের প্রথম পোস্টটি যত ব্যক্তি রি-ট্যুইট করেছেন তাদের মধ্যে থেকেই ১০০০ জনকে বেছে নেওয়া হয়েছে|এই টাকা পাওয়ার জন্য প্রায় ৪ মিলিয়ন মানুষ তার ট্যুইটটি রি-ট্যুইট করে| এরপর লটারির মাধ্যমে ১০০০ জনকে বাছা হয়|   

জানা গেছে, এই মায়জাবাই প্রথম ব্যক্তি যিনি প্রাইভেট প্যাসেঞ্জার হয়ে ইলন মাক্স-এর স্পেস এক্স করে চাঁদের চারপাশে ঘুরতে এসেছেন| যেই ব্যক্তি একটি গোটা প্লেন বুক করে চাঁদ দেখতে যেতে পারেন, তার কাছে যে টাকার অভাব হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না| মায়জাবা এমনিতে আর্ট এবং স্পোর্টস কার কেনার জন্য বেশ বিখ্যাত| সেই ব্যক্তিই এবার ভক্তদের দিলেন ৯ মিলিয়ন ডলার|      

এটা শেয়ার করতে পারো

...

Loading...