সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে জম্মু-কাশ্মীর সরকার রাজ্যের জন্য নতুন মেট্রোপ্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এই সংক্রান্ত এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ৯,৫৯০ কোটি টাকার ওই মেট্রো প্রকল্প যাতে সময়মতো শুরু করা যায় তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে জম্মু-কাশ্মীর সরকার।
মাস ৱ্যাপিড ট্রানসিট সিস্টেম এবং জম্মু - শ্রীনগরের লাইট রেল প্রজেক্ট-এর বিষয়ে একটি মিটিং করেন লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু। গৃহ এবং নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব ধীরাজ গুপ্তা জম্মু-কাশ্মীরের লাইট রেল প্রজেক্টের ওপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেন। সেই মিটিং-এই নির্দেশ দেওয়া হয়, প্রায় ৯,৫৯০ কোটি টাকার মেট্রো রেল প্রকল্প যেন ২০১৪ সালের মধ্যে শেষ করে ফেলা যায়। লাইট মেট্রো এলিভেটেড করিডর জম্মুর অন্তর্গত ২৩ কিমি বিস্তৃত পথ বানতলাব থেকে বারি ব্রহ্মনা রেলওয়ে স্টেশন(করিডর-১) পর্যন্ত প্রথম ফেজ-এ এবং একজিবিশন গ্রাউন্ড থেকে উধ্বেওয়ালা(করিডর-১) ও একজিবিশন গ্রাউন্ড থেকে সাতওয়ারি চক (করিডর-২) দ্বিতীয় ফেজ-এ তৈরী হবে। পাশাপাশি শ্রীনগরের ইন্দ্রনগর থেকে এইচএমটি জংশন (করিডর-১) এবং হাজারিবাগ থেকে ওসমানাবাদ (করিডর-২) পর্যন্ত হবে। প্রত্যেকটিই ১২.৫ কিমি দূরত্ববিশিষ্ট রাস্তা জুড়বে। ইন্দ্রনগর থেকে পাম্পোর বাস স্ট্যান্ড (করিডর-১) এবং হাজারী বাগ থেকে এয়ারপোর্ট (করিডর-২) অব্দি রাস্তা জোড়া হবে প্রথম ফেজ-এ ও দ্বিতীয় ফেজ-এ।
এদিন লেফটেন্যান্ট গভর্নর জানান, লাইট মেট্রো স্টেশন হলে রাজ্যে আরও পর্যটকের সংখ্যা বাড়বে। জমি সংক্রান্ত এবং প্রশাসনিক কাজকর্ম যাতে দ্রুত মীমাংসা করে প্রকল্পের কাজ তাড়াতাড়ি শুরু করা যায়, সেদিকে নজর দিতে বলেন তিনি সরকারি আধিকারিকদের। তিনি সঠিক পরিকল্পনা এবং পরিদর্শনের মধ্যে দিয়ে যাতে কাজ শেষ করা যায়, সেদিকে গুরুত্ব দেবার কথাও জানান। মেট্রো ম্যান ‘ই শ্রীধরন’-কে এই কাজের তদারকির জন্য প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ভারতে প্রথম কম শব্দযুক্ত, বেশি আরামদায়ক, নান্দনিক এবং যথেষ্ট নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মত করে তৈরী করা হচ্ছে এই লাইট রেল সিস্টেম। শ্রীনগরের বাদগাম, গাণ্ডেরওয়াল, বান্দিপোড়া, বারামুলা, পুলওয়ামা, অনন্তনাগ, কুলগাম এবং সোপিয়ান জেলার ওপর দিয়ে এই প্রকল্পের কাজ হবে। মোট ২৪৯৪.৬৫ স্কোয়ার কিমি জায়গা জুড়ে তৈরী হবে এই প্রকল্প। পাশাপাশি জম্মুর সাম্বা, কাঠুয়া, রিয়াসি এবং উধমপুর জেলায় প্রকল্পের কাজ হবে। যা ২২১৬.৫৮ স্কোয়ার কিমি জায়গা জুড়ে গড়ে উঠবে। জম্মু মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি এবং শ্রীনগর মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি নামক দুটি সংস্থা এই প্রকল্পের জন্য কাজ করবে রাজ্য সরকারি সংস্থার অধীনে।