সল্ট লেকের বাসিন্দাদের জগন্নাথ রথযাত্রা উদযাপন

১৪ জুলাই শনিবার, বিকেল ৪.০০ তে সল্টলেকের ‘রথ যাত্রা উত্সব সমিতি’-র উদ্যোগে উদযাপিত হল সল্টলেক টাউনশিপের জগন্নাথ রথযাত্রা| এ বছর তাদের উত্সব ২৭তম বছরে পদার্পণ করল| ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট তিনটি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাত্রা করলেন প্রায় ৫ কি.মি. রাস্তা| সঙ্গে ছিল স্থানীয় এবং আশপাশের প্রায় ২০ হাজার পুন্যার্থী| তিনটি গাড়িতে করে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার আয়োজন করা হয়েছিল| উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরাও|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...