কলকাতার সেরা উৎসব যদি দুর্গাপূজা হয় তাহলে চন্দননগরের সেরা উৎসব জগদ্ধাত্রী পূজা| একসময়ের ফরাসী উপনিবেশ হুগলি জেলার চন্দননগর সেজে উঠছে জগদ্ধাত্রী পূজার জন্য| কলকাতার দুর্গাপূজার মতই এখানেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে পূজা| বিশাল বিশাল প্রতিমাই এখানকার জগদ্ধাত্রী পূজার আসল বৈশিষ্ট্য| সাথে থাকে চন্দননগরের সেরা আলোকসজ্জা| এই পূজায় ভিড় জমাবেন দূরদূরান্তের মানুষ| চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি|