এবার রান্না হবে ‘জাদু কড়াই’তে। না, বিষয়টাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কিছু ভাবার নেই। আসলে জি বাংলা সিনেমা অরিজিনালসে আসছে নতুন ছবি ‘জাদু কড়াই’। পরিচালক মেঘদূত রুদ্র।
জনৈক বিক্রম সেনের জীবনে আজ টালমাটাল অবস্থা। সে আজ সর্বস্বান্ত। এহেন বিক্রম একদিন একটি জাদু কড়াই পায়। তারপরই তার জীবনটা যায় পালটে। কিন্তু কী ভাবে তা সম্ভন হল, তা জানতে হলে দেখতে হবে ‘জাদু কড়াই’। বিক্রম সেনের ভূমিকায় অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন সায়নী দত্ত, জয়দীপ কুণ্ডু, দীপাণ্বিতা নাথ, অমিত সাহা, পদ্মনাভ দাশগুপ্ত সহ আরও অনেকে। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবই মেঘদূত রুদ্র’র। ক্যামেরায় শুভদীপ দে। সম্পাদনায় প্রদীপ্ত ভট্টাচার্য।
ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রজিৎ দে। গানগুলি গাইছেন লগ্নজিতা চক্রবর্তী, তিমির বিশ্বাস, দীপাণ্বিতা আচার্য, ইন্দ্রজিৎ দে। আগামী ১৯ মে ঠিক সন্ধে ৭ টায় দর্শকের ঘর মাতাতে আসছে ‘জাদু কড়াই’। সেই জাদু কড়াইতে কেমন রান্না হবে তা জানতে হলে দেখতে হবে ‘জাদু কড়াই’।