ফের এক নয়া পালক যুক্ত হল বাংলার মুকুটে। বিষয়ভিত্তিক বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতসেরার তকমা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়!
জানা গিয়েছে যে বিশ্বব্যাপী ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ অনুযায়ী দর্শন বিভাগ অর্থাৎ ফিলজফি বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রে মিলে ভারতসেরা নির্বাচিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিভাগে ভারত থেকে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। আর ভারত বিশ্বে র্যাঙ্কিং ১৫১ থেকে ২০০র মধ্যে আছে।
অন্যদিকে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গর্বিত করেছে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খড়গপু। কৃষি এবং বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ভারতসেরা হয়েছে তারা। বিশ্বে র্যাঙ্কিং আছে ২৫১ থেকে ৩০০-র স্তরে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী দেখা গিয়েছে যে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। তারা ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, অ্যানথ্রোপলজি ও ইতিহাসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেরা হয়েছে। এছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিয়োলজি ও ভুগোলে সবচেয়ে ভালে করেছে জেএনইউ।
জানা গিয়েছে যে এবারে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ ভারত থেকে সব মিলিয়ে মোট ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। তাদের মধ্যে জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুব ভালো ফল করেছে।
তবে, অধিকাংশ ক্ষেত্রে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলির তুলনায় পিছিয়ে পড়েছে। দেখা গিয়েছে যে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ সমীক্ষা অনুযায়ী ৭২ শতাংশ ক্ষেত্রে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির উন্নতি হয়েছে এবং ১৮৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পতন হয়েছে।