ভারত সফরে এসে খাঁটি ভারতীয় সাজে নিজেকে সাজিয়ে তুললেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা| আর তার এই পোশাকের সঙ্গে খানিকটা হলেও জুড়ে গেল বাংলার নাম| বাবার সঙ্গে ভারত সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবন যাওয়ার জন্যে ইভাঙ্কা বেছে নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের একটি ট্র্যাডিশনাল আউটফিট| বাংলার মুর্শিদাবাদের হাতে বোনা সিল্ক দিয়ে তৈরি হয়েছে এই সাদা রঙের বন্ধগলা শেরওয়ানিটি|
শেরওয়ানির সঙ্গে একই রঙের স্ট্রেট কাট ফিটেড প্যান্ট দিয়ে ইভাঙ্কার সাজ সম্পূর্ণ করেছেন অনিতা। পোশাক সম্পর্কে জানাতে গিয়ে অনিতা বলেন, তিনি এই স্টাইল অন্তত ২০ বছর আগের। কিন্তু পুরনো হলেও আজও এই স্টাইল সমানভাবে প্রাসঙ্গিক, এটা দেখে খুব খুশি অনিতা | ইভাঙ্কা ট্রাম্প এই পোশাক পরে হায়দ্রাবাদ হাউসের সামনে দাঁড়িয়ে তোলা ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। সেখানে অনিতা মন্তব্য করেন, আপনাকে দারুণ দেখতে লাগছে ইভাঙ্কা। ‘আমাদের এই সুন্দর দেশে সফর উপভোগ করুন।
প্রসঙ্গত উল্লেখ্য, অনিতার পোশাক বা ডিজাইনের ভক্ত গোটা বিশ্ব জুড়ে| তার পোশাকের গুনগ্রাহীদের তালিকায় আছেন ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন, বেলজিয়ামের রানি মাথিলদে, সোফি ট্রুডো এবং আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনও| সেই তালিকায় জুড়ল ইভাঙ্কার নাম|