ওয়েব সিরিজেও এবার ফুটবলারের গল্প। ফুটবলারের নাম কৃশানু দে। লোকমুখে প্রচলিত- তাঁর পরে আর কোনও ফুটবলারই তারকার আখ্যা পাননি বাংলায়। সিরিজের নাম ‘কৃশানু কৃশানু’। সূত্রের খবর অনুযায়ী কৃশানু দে’র ভূমিকায় দেখা যাবে মধ্যপ্রদেশের অনুরাগ উরহামকে। আজ থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং।
শুধুই কৃশানু দে’র বায়োপিক নয়, এই সিরিজে থাকবে সত্তরের দশকের শুরু থেকে আশির দশকের শেষের বাংলার ময়দান কালচার, খেলা, দলবদল, প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনীতি। সেই সময়কার মাঠকাঁপানো ফুটবলার যেমন পি কে ব্যানার্জি, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত, সুব্রত ভট্টাচার্য, অমিত ভদ্র, চিমা, মজিদ বাস্কার-দের দেখবেন দর্শক। ক্লাব কর্তাদেরও উপস্থিতি থাকবে সিরিজে। যেমন পল্টু দাসের চরিত্রে দেখা যাবে সাগ্নিক চৌধুরীকে। মনোরঞ্জন ভট্টাচার্যর চরিত্রে দেবতনু। বাকিদের চরিত্রে কারা রয়েছেন তা জানা যায়নি এখনও।
মূলত চলতি বছরেই ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের কথা মাথায় রেখেই এই সিরিজটি বানানো হচ্ছে বলে জানা গিয়েছে।
বাঙালি আজও ময়দানমুখী। ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচে আজও ঘটি-বাঙালেরা ভিন্ন হয়ে যায়। বন্ধুত্ব ভুলে যায় ওই ৯০ মিনিটের জন্য। এই উন্মাদনাকে স্যালুট জানিয়েই জি ফাইভ অ্যাপের জন্য তৈরি হচ্ছে কৃশানু দে’র বায়োপিক- ‘কৃশানু কৃশানু’। পুনশ্চ, তবে তা শুধুই কৃশানু দে’র বায়োপিক নয়। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সব ক্লাবেরই গল্প থাকবে এই সিরিজে। উঠে আসবে সেই সময়কার এবং এখনকার ফুটবল রাজনীতির কথাও।
এই সিরিজটি বানানোর জন্য প্রসার ভারতীর কাছ থেকে ফুটেজ কেনার কথা চলছে বলে জানিয়েছেন সিরিজের ক্রিয়েটিভ প্রোডিউসর সৌভিক দাশগুপ্ত। কৃশানু দে’কে কেন্দ্রে রেখে মাঠের গল্প বলার চেষ্টা করা হচ্ছে এই সিরিজে। জানিয়েছেন তিনি। তবে হ্যাঁ, যারা খেলাপ্রেমী নন তাঁদেরও ভাল লাগবে এই সিরিজ। কেন? সৌভিক বাবু জানান- “কৃশানু দে’র ছেলেবেলা থেকে তাঁর কিংবদন্তি হয়ে ওঠার গল্প বলা হবে এই সিরিজে। থাকবে তাঁর ব্যক্তিগতজীবনের অনেক গল্প। পাশাপাশি একটি জার্মানি মেয়ের উপস্থিতি রয়েছে এই সিরিজে। মেয়েটি কৃশানু দে’কে নিয়ে প্রজেক্ট বানাতে আসে বাংলায়। দেখা হয় কৃশানু দে’র মতোই দেখতে মন্টু নামে এক ফুটবলারের সঙ্গে। মেয়েটির বাবা আবার ক্রীড়া সাংবাদিক। সেই মেয়েটির জীবনের নানা দিক দর্শকের ভাল লাগবে বলে আশাবাদী আমরা।”
সিরিজের ভাবনা ও রূপায়ণ ‘টিভিওয়ালা মিডিয়া’র। প্রযোজনায় ‘জ্যোতি প্রোডাকশন্স’। ক্রিয়েটিভ প্রোডিউসর সৌভিক দাশগুপ্ত এবং সারণ দত্ত। এক্সিকিউটিভ প্রোডিউসর সায়ন চক্রবর্তী ও মহাশ্বেতা চক্রবর্তী। সিরিজটি লিখছেন সৌভিক দাশগুপ্ত, কল্লোল রায়, অভ্র চক্রবর্তী, চন্দ্রোদয় পাল। আটটি এপিসোডে দেখানো হবে এই সিরিজটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরক মুর্মূ। সিনেমাটোগ্রাফার মৃণ্ময় মণ্ডল। স্পোর্টস অ্যাকশন শেখানোর দায়িত্বে রয়েছেন খ্যাতনামা ফুটবলার অলোক মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (গাবু)।
অনুরাগকেই কৃশানুর চরিত্রে ভাবা হয়েছে কেন তা জানতে চাইলে সৌভিক দাশগুপ্ত জানান- “এই বিষয়টা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এমন একজনকে আমরা এই চরিত্রের জন্য বেছে নিয়েছি যে বাংলা জানে না, ফুটবল খেলতে জানে না, কৃশানু দে’র মতো বাঁ পায়ের কিংবা বাঁ হাতের মানুষ নন। অনুরাগের মুখের আদল, চোখের চাউনি তাঁকে নিয়ে এসেছে এই সিরিজে। অনুরাগের অভিনয়জীবনের এটাই বড় কাজ হতে চলেছে। ফলে, ওর কাছেও ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং। জার্মানি মেয়েটির চরিত্রে রয়েছেন এলিনা কাজান।”
সৌভিক বাবু আরও জানান, সিরিজে দুটি টাইমলাইন-কে তুলে ধরা হবে। একটি কৃশানু দে’র সময়কার, অন্যটি এখনকার। সুতরাং ফ্ল্যাশ ব্যাকের কোনও জায়গা নেই এই ছবিতে। কিন্তু কী ভাবে সেই টাইমলাইন দুটিকে সিরিজে তুলে ধরা হবে সেটাই দেখার।
খুব শীঘ্রই জি ফাইভ প্ল্যাটফর্মে আসছে এই ওয়েব সিরিজ।