কে এই মাস্টার দাদু? নাম তার সুভাষ সান্যাল। এলাকার লোকজনেরা সকলে তাকে মাস্টার দাদু বলে পেন্নাম ঠোকে। মাস্টার দাদুর সেনাপতি তাঁর নাতনি। তাকে নিয়েই মাস্টার দাদুর পথ চলা। নাতনিও তেমনি, কেউ মাস্টার দাদুকে চোখ রাঙালে তার হাল বেহাল করে দেয় এক নিমেষে। এই নাতনির ভূমিকায় পল্লবী দে।'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে যাকে আপনারা দেখেছেন লুতফন্নিসা বেগমের চরিত্রে। সেখানে তাকে একাধিকবার তরবারি চালাতে দেখা গিয়েছে। আর এবার? হাত চলবে তার। বুদ্ধি দিয়ে সামলাবে মাস্টার দাদুর সব বিপদ আপদ।
আসছে ধারাবাহিক 'কুঞ্জছায়া'। মাস্টার দাদুর ভূমিকায় শঙ্কর চক্রবর্তী। কর্মসুত্রে সুভাষ সান্যাল শিক্ষক হওয়ায় সকলে তাকে মাস্টার দাদু বলেই ডাকে। দাপুটে, প্রতিবাদী এবং আদর্শবাদী এক মানুষ এই সুভাষ সান্যাল। নাতনিটিও তেমনি। দাদু ও তার নাতনি ঘরের বাইরে অন্যায় দেখলে প্রতিবাদে গর্জে ওঠে। কিন্তু ঘরের ভিতরে নিজেদের এই আদর্শ, অন্যায়ের প্রতিবাদ জায়গা পায় তো? দাদু নাতনির এই অটুটবন্ধনের পাশাপাশি আছে এক মিষ্টি প্রেমেরও গল্প। কিন্তু প্রেমিকের ভূমিকায় কাকে দেখা যাবে তা জানা যায়নি এখনও। প্রোমোও তেমন কোনও আভাস দেয়নি।
নতুন এই ধারাবাহিকের স্লট জানা যায়নি এখনও। তা হলে কি শেষ হচ্ছে কোনও ধারাবাহিক? নাকি তৈরি হয়েছে কোনও নতুন স্লট? জানা যাবে কিছুদিনের মধ্যেই।
তবে নবরূপে পল্লবীর কামব্যাক তার ফ্যান ফলোয়ারদের মন ভরাবে এটুকু বোঝা যাচ্ছে।