ভয়! কি ভয়? ভুতের? ভয় কি শুধু ভুতেরই হয়? আমাদের মনে ভয়ের এক আলাদাই সংজ্ঞা আছে। আছে হতাশা আছে কত ভয়। সেই ভয়ের সাথে আমরা পাঞ্জা লড়ি প্রতিদিন। ভয়কে দূর করার চেষ্টা মনে এলেও নিজেকে যেন সেই ভয়ের কাছে অনেক ছোট লাগে। নিজের সমস্ত আত্মবিশ্বাস ধুয়ে মুছে গিয়ে মনের কোণের ভয় তাই রয়েই যায়। অনেক পর আমরা চেষ্টা ছেড়ে দিয়ে ধীরে ধীরে ওই ভয়ের কাছেই চলে যেতে থাকি।
'The boat '
'Derry ' শহরে বচ্চারা হারিয়ে যাচ্ছে। একের পর এক 'MISSING ' পোস্টার পড়ছে। সেই হারিয়ে যাওয়ার শুরু হয় এক বাচ্চাকে দিয়ে। Gorgie তার দাদার বানানো কাগজের নৌকার সাথে তাল মেলাতে পারে না সেই বৃষ্টির দিনে, প্রচন্ড জলের স্রোতের মধ্যে দিয়ে কাগজের নৌকাটি হুরহুর করে দৌড়াতে থাকে। জলের স্রোত আর নৌকার সাথে তাল না মেলাতে পেরে Gorgie পড়ে যায় রাস্তায়। নৌকাকে বাঁচাতে চেয়েছিল সে, ড্রেনের মুখে পড়তে দিতে চায় নি। নৌকা অবশেষে ড্রেনের ভেতর থেকে বেরিয়ে আসে বটে কিন্তু সাথে থাকে 'Clown'
'CHAPTER TWO'
২০১৭ তে 'IT' এর সফলতার পর ২০১৯ এর ৫ই সেপ্টেম্বর আসছে এর দ্বিতীয় অধ্যায়। ২৭ বছর বেরিয়ে যাওয়ার পর 'CLOWN' আবার ফিরে আসছে। আবার 'DERRY ' শহর এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে। Derry শহরের সেই ৭ বন্ধু আবার ফিরে আসবে। প্রথম অধ্যায়ের শেষে তারা প্রতিজ্ঞা করেছিল তারা আসবে। সেই সাত বন্ধুর জীবন এখন কতটা বদলে গেছে জানা নেই। কে কোথায় আছে জানা নেই। কিন্তু মনে আছে এক প্রতিজ্ঞার কথা। সেটা তারা পালন করবেই।
'Meeting of the losers club'
সাত বন্ধুর দেখা হবে আবার। আবার ফিরবে অদ্ভুত চরিত্ররা Derry শহরে। ছোটবেলায় তো তারা পেরেছিল নিজেদের মনের ভয় দূর করে ভয়ের সাথে লড়াই করতে। এত বছর পর হয়ত তাদের জীবনে এসেছে নতুন ভয়। এসেছে পরিবর্তন।
দ্বিতীয় অধ্যায়ের ট্রেলার রিলিজ করার সঙ্গে সঙ্গেই একটা তুমুল স্রোত ছড়ায় দর্শকদের মধ্যে। stephen king এর লেখা এই দ্বিতীয় অধ্যায় উপভোগ করার জন্য তৈরী সবাই। আবার মনের ভেতরের নতুন ভয় আর clown এর নতুন সত্য জানার জন্য অপেক্ষায় দর্শক।
'Januyary embers'
“Your hair is winter fire
January embers , My heart burns there too.”
Bev খুঁজে পাই সেই পুরোনো পোস্টকার্ডটি। সেই লেখা কবিতা। কিন্তু এই অধ্যায় তার জন্য অপেক্ষা করছে আরো অনেক নতুন কাহিনী। Pennywise অর্থাৎ clown এর অতীত জানা যাবে এই অধ্যায়। অন্তত তার মেয়ের কোথা শুনে সেই সূত্রই পাওয়া যায়।
IT এর দ্বিতীয় ভাগে অনেক রহস্য খুলবে, অনেক নতুন মোড় আসবে। আরো দুবার আমরা বোরন কবিতাটা আউড়ে নিই, কারণ আবার সেই অদ্ভুত স্বরে HELLO শুনবো।