গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণে পাঠানো হবে ‘ব্যোমমিত্রা’কে

দুটি ভাষায় মানুষের মত অনর্গল কথা বলতে পারে সে | সব কাজ করতে পারে হাত দিয়ে,  কথাও বলতে পারে, আবার বুদ্ধি খাটিয়ে গবেষণামূলক কাজও সামলাতে পারে সমান দক্ষতায়| মানুষ নয়| সে ব্যোমমিত্রা| ২০২২ সালের মহাকাশ যাত্রায় চার নভশ্চরদের মহাকাশে পাঠানোর আগে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। এই পরীক্ষামূলক উৎক্ষেপণে পাঠানো হবে বিজ্ঞানীদের প্রোগ্রাম করা এই হিউম্যানয়েড বা রোবটকে। তার জন্যই বানানো হয়েছে ব্যোমমিত্রাকে।

ইতিমধ্যেই মহিলা অবয়বের রোবটটিকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি সেরে ফেলার কাজ শুরু করে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই যন্ত্রমানবী প্রায় প্রস্তুত বলে বুধবারই জানিয়ে দিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। কারণ এই বছরের শেষের দিকেই ব্যোমমিত্রাকে নিয়ে পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ইসরোর মহাকাশযান গগনযান| ইসরো চেয়ারম্যান কে শিবন এদিন বলেন, আমাদের হিউম্যানয়েড পুরোপুরি তৈরি। তিনি জানান মহাকাশে মানুষ পাঠানোর জন্য অনেক সুরক্ষা ও নিরাপত্তার মধ্যে দিয়ে যেতে হয়| তাই মানুষ পাঠানোর আগে রোবট দিয়েই প্রাথমিক পরীক্ষা চালাতে চাইছে ইসরো  তিনি আরও বলেন,  পরীক্ষা সফল হলে  আগামী দিনে নভশ্চরদের মহাকাশে পাঠিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বিশ্বের দরবারে এটা প্রমানিত হবে|

কিভাবে কাজ করবে ব্যোমমিত্রা? মহাকাশে পৌঁছে গগনযানের ভেতর কী কী বদল হচ্ছে তার নির্ভুল তথ্য পাঠাবে ইসরোর গ্রাউন্ড কম্যান্ডে। মহাকাশে কোনও বিপদ ঘটলে সে বার্তাও ইসরোর কাছে পাঠাতে সক্ষম এই হিউম্যানয়েড| ইসরোর গ্রাউন্ড স্টেশনে নভশ্চর ও মহাকাশবিজ্ঞানীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলবে ব্যোমমিত্রা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...