ইসরোর নয়া উদ্যোগ

ভারতের মহাকাশ গবেষণা-কে আরও এগিয়ে নিয়ে যেতে নয়া পদক্ষেপ নিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগ্যানাইজেশন বা ইসরো। ভারত ব্যাপি বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঁচটি ‘স্পেস টেকনোলজি সেল’ তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্র। 

প্রাথমিক ভাবে আইআইএসসি, আইআইটি খড়গপুর, মুম্বই, ম্যাডরাস ও কানপুরে তৈরী হবে এই ‘স্পেস টেকনোলজি সেল’। প্রতিটি টেকনোলজি সেলের দায়িত্ব থাকবে নির্দিষ্ট অধ্যাপক ও গবেষকরা, যারা প্রতি নিয়ত মহাকাশ প্রযুক্তি গবেষণা ও বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করে তার সঠিক ব্যাবহারের কথা জানাবে ইসরো-কে।প্রায় তিন দশক ধরে আইআইটি-রুরকে, ডিআরডিও এবং ইসরো যৌথভাবে "ফাইটার এয়ারক্র্যাফ্টের প্যারাসুট বিকাশের জন্য পাতলা ঝিল্লি ভিত্তিক প্রযুক্তি"-র বিকাশের কাজে নিযুক্ত। এই প্রকল্প শুরু হয়েছিল ১৯৭০ সালে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...