ইসরোর গগনায়ন প্রকল্প নিয়ে ভারত তথা কেন্দ্রীয় সরকার যথেষ্ট আশাবাদী। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ২০১৮ সালের ১৫আগস্ট স্বাধীনতা দিবসের দিন গগনায়ন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তারপরই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ঘোষণা করে, তিনজন ভারতীয় নভোশ্চরকে মহাকাশে পাঠানো হবে। এই সঙ্গে গগনায়ন প্রকল্পের জন্য হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার (এইচএসএফএস) নামে একটি পৃথক সংস্থাও গঠন করা হয়। নভোশ্চর নির্বাচন এবং তাদের প্রশিক্ষণের জন্য ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এইচএসএফএস।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যেই গগনায়ন প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ৯ হাজার ২৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। উক্ত প্রকল্প যাতে আরও সার্থক আকার নেয়, নভোশ্চররা যাতে সুপ্রশিক্ষিত হন, সেই ব্যাপারটি নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হল ইসরো। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত গ্ল্যাভকসমস-এর সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অধিনস্থ এইচএসএফএস-এর চুক্তি সম্পন্ন হল সম্প্রতি। গগনায়ন প্রকল্পের জন্য ভারত থেকে নির্বাচিত নভোশ্চরদের স্বাস্থ্য পরীক্ষা এবং সেখানে গিয়ে কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেবে রাশিয়ার এই সংস্থা। সংস্থাটি রাশিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সঙ্গে যুক্ত। গ্লাভকসমসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসএফএস-কে সব বিষয়েই পরামর্শকারী হিসেবে তারা সাহায্য করবে।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নভোশ্চর হিসেবে যে তিনজন নির্বাচিত হবেন, তাঁদের প্রাথমিক প্রশিক্ষণ হবে ভারতীয় বায়ুসেনার আধিকারিকদের অধীনে। মহাকাশ নিয়ন্ত্রণ সহ আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তাঁদের প্রথমে প্রশিক্ষণ হবে। তারপরই চূড়ান্ত প্রশিক্ষণ নিতে তাঁরা রাশিয়া যাবেন। ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় নভোশ্চরদের চূড়ান্ত প্রশিক্ষণ কোথায় হবে, তা স্থির করার জন্য ফ্রান্স এবং রাশিয়া দু'পক্ষ থেকেই প্রস্তাব এসেছিল এইচএসএফএস-এর কাছে। সেই মতো উভয় দেশের মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে কথাও হয়েছিল। অবশেষে রাশিয়ার সঙ্গেই চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ভারতীয় বিজ্ঞানীরা। রাশিয়ার সংস্থা গ্ল্যাভকসমসের পক্ষে ডেপুটি ডিরেক্টর জেনারেল নাতালিয়া লকতেভা এবং ভারতীয় সংস্থা এইচএসএফএস-এর ডিরেক্টর এস উন্নিকৃষ্ণন নায়ার গত ২৭ জুন চুক্তিতে সই করেন।
এই বিষয়ে উল্লেখ্য, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাও রাশিয়ার প্রশিক্ষণেই তাঁর মহাকাশ যাত্রা করেছিলেন। সেই দিক দিয়ে দেখতে গেলে রাশিয়ার সঙ্গে এই বিষয়ে ভারতের পুরোনো বন্ধুত্ব রয়েছে। গগনায়ন প্রকল্পে নভোশ্চরেরা এবারে সাত দিন মহাকাশে থাকবেন।
#Gaganyaan Project team is identified and appropriate management system is in place. The design activities are progressing for the targeted manned flight in December 2021: Union Minister @DrJitendraSingh #ParliamentSession
— PIB India (@PIB_India) June 27, 2019
Details here: https://t.co/lYKhtl81G1 pic.twitter.com/1AoHfv2Tu6
এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, ইসরো তাদের আর একটি প্রকল্প চন্দ্রায়ন-২-এর আগামীকালের উৎক্ষেপণ দেখার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে।
🇮🇳 #ISROMissions 🇮🇳#Chandrayaan2#GSLV
— ISRO (@isro) July 2, 2019
Online registration process for witnessing the forthcoming GSLV MKIII-M1 / Chandrayaan-2 mission will commence @ 00:00 hrs on July 4th 2019