আবার একটি সাফল্য। মধ্যরাতের অভিযানে সাফল্য পেল ভারতীয় মহাকাশ সংস্থা 'ইসরো' (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাজিশন)। এ বছরের এটি প্রথম সাফল্য এই সংস্থার। ইসরোর তৈরি পিএসএলভি সি -৪৪ এ চেপে কক্ষে পৌঁছে গেল ৭৪০ কেজির মিলিটারি স্যাটেলাইট 'মাইক্রোসট -আর'। একই সঙ্গে ১.২৬কেজি ওজনের সব থেকে হাল্কা ওজনের স্যাটেলাইট 'কলমস্যাট'ও পোঁছাল মহাকাশে। জানা গিয়েছে, 'কলমস্যাট' নামক কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে চেন্নাইয়ের 'স্পেস কিডজ ইন্ডিয়া' নামক বেসরকারি সংস্থার কর্মরত ছাত্রছারীরা। এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কোন মূল্য নেয়নি ইসরো। ৪৬তম অভিযানে ২৬০ টনের দুটি স্যাটেলাইটকে ৪৪.৪ মিটার লম্বা পিএসএলভি এর সাহায্যে কক্ষপথে বসাল। গতকাল রাত ১১.৩৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান সেন্টার থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এই সফল অভিযানের জন্য ইসরোর চেয়ারম্যান 'কে শিবন' সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। বছরের শুরুতেই এই ধরণের সাফল্যে অভিভূত সকলেই।