ইজরায়েল আকাশ থেকে জলভরা মেঘ চুরি করছে, যার ফলে বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী| এমনই গুরুতর অভিযোগ তুললেন ইরানের সেনাধ্যক্ষ| গোবি সাহারার শুকনো বুকে বৃষ্টির স্পর্শ এনে দিতে চেরাপুঞ্চি থেকে একটি মেঘ এনে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ| কবিকল্পনার মতো এবার মেঘ চুরির অভিযোগে ইজরায়েলকে কাঠগড়ায়ে তুলতে চান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি| সম্প্রতি সংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে, ইরানে আবহাওয়ার আচমকা পরিবর্তন ঘিরে সন্দেহ দেখা দিয়েছে| এর পিছনে বিদেশি শক্তির হাত আছে| কিন্তু, ইরানের আবহাওয়া দপ্তরের প্রধান আহাদ ভাজিফে মনে করেন যে, কোনও দেশের পক্ষেই মেঘ চুরি করা অসম্ভব|