মহাদেবী বিড়লা স্কুলে 'ইস্কুলে বায়োস্কোপ'

মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলে অনুষ্ঠিত হল 'ইস্কুলে বায়স্কোপ' "বিচিত্র পাঠশালা" নামে  একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন বিদ্যালয় গুলিতে বাংলা সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছে। তার ই মধ্যে একটি হল মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাদেমি। ১ জুলাই সোমবার এই বিদ্যালয়টিতে দেখানো হল বাংলা সিনেমা "হীরের আংটি "

   অভিনব এই অনুষ্ঠানের উদ্যোগে আপ্লূত সপ্তম শ্রেনী থেকে নবম শ্রেনীর ছাত্রীরা। আধুনিকতার যুগে নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে বাংলা ভাষা, বাংলা সিনেমা. তাই ইংরাজি মাধ্যমে পড়া -শোনা করার পরও নিজের মাতৃ ভাষাকে মনে রাখার এক সুন্দর পদ্ধতি অবলম্বন করেছে "বিচিত্র পাঠশালা"।

আর তাই মহাদেবী বিড়লা তে দেখানো হল, শীর্ষেন্দু  মুখোপাধ্যায়-এর 'হীরের আংটি' ছায়াছবিটি। বর্তমান যুগে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাংলা সিনেমাও। তাই তরুণ প্রজন্মের মধ্যে বাংলা সিনেমার আকর্ষন অনুভূত করানোর জন্যও এ এক অনন্য পদ্ধতি। বন্ধুদের সঙ্গে বসে একসাথে সিনেমা দেখতে পেরেও সত্যি খুশি খুদেরা। পাশাপাশি আপ্লূত বিচিত্র পাঠশালার সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষিকারাও।   

    

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...