শিখর ধওয়ানের পর এবার ভারতীয় শিবিরে আবার ধাক্কা। গোড়ালির চোটের কারনে নিউজিল্যান্ডগামী টেস্ট দল থেকে ছিটকে গেল ইশান্ত শর্মা।
দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে খেলার সময় চোট পান ইশান্ত। এমআরআই স্ক্যান করার পর দেখা যায় তাঁর পায়ের চোট গ্রেড থ্রি টিয়ারের। ডাক্তাররা তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ইশান্তের পরিবর্ত হিসেবে দিল্লির তরুন পেসার নভদীপ সাইনির নাম আলোচনায় উঠে আসছে। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং তাঁকে নিউজিল্যান্ডগামী টেস্ট দলেও জায়গা করে দিতে পারে। এদিকে শিখর ধওয়ান চোটের জন্য ছিটকে যাওয়ার ফলে একদিনের দলে সুযোগ পেলেন পৃথ্বী শ। ভারতীয় এ দলের হয়ে ভাল খেলার সুবাদে একদিনের ক্রিকেটে কামব্যাক হল পৃথ্বীর। টি- টোয়েন্টি দলে শিখরের পরিবর্ত হিসেবে জায়গা পেয়েছেন কেরালার সঞ্জ স্যামসন।