শামির বিকল্প হিসেবে ভাবা হয়েছে বাংলার পেসার ঈশান পোড়েলকে। এমনটাই জানিয়ে দিলেন কিংস ইলেভেন পাঞ্জাব এর কোচ অনিল কুম্বলে।
আইপিএলে পরপর দুবার নিলামে উঠেও অবিক্রীত থেকে গিয়েছিল ঈশান। তাই এবছর নিলাম চলাকালীন আর চোখ রাখেননি। নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইজে ঈশানকে কিংস ইলেভেন শিবির কেনার পর বাংলার সতীর্থরা তাঁকে এই খবর জানান। রঞ্জিতে কেরলের বিরুদ্ধে ম্যাচ জিতে ফেরার সময় আইপিএলে সুযোগ পাওয়ার খবরটি শুনতে পান ঈশান।
ঈশান সম্পর্কে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে বলেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে বল করতে দেখা গিয়েছে ঈশানকে। তাই ওকে শামির বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে। পাঞ্জাব দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্বয়ং ঈশান। তিনি বলেছেন অনিল কুম্বলের মত কিংবদন্তি কোচের সাথে থাকার সুযোগ পাবেন বলে তিনি খুশি। এছাড়াও বাংলা দলের সতীর্থ মহম্মদ শামিও রয়েছেন এই দলে। শামির সাথে এক দলে থাকলে অনেকটাই সুবিধে হবে বলে মনে করছেন ঈশান। প্রথম একাদশে সুযোগ না পেলেও নিজেকে প্রমান করার সুযোগ হারাতে চান না এই বঙ্গ পেসার।