৪০০ র বেশি রান আমরা ৫০ওভার ফরম্যাট-এ দেখতে পেয়েছি আগেই, এবার কি তাহলে ৫০০রান এর গান্ধী পেরোনোটা দেখতে পাবো? শুনতে অবাক লাগছে হয়তো, সেটা সময়ে বলবে। কিন্তু না করাটাও অস্বাভাবিক কিছু না। বিশ্বকাপ শুরু হতে সপ্তাখানেক বাকি তার মধ্যেই বিশেষজ্ঞ রা নিজেদের মতামত জাহির করতে ব্যস্ত। ৫০ ওভার-এ ৫০০ রান করাটাও সম্ভব বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। তাঁর মতে এখন ক্রিকেট অনেক পরিবর্তন হয়েছে। প্রচুর রান হচ্ছে।একদিনের ক্রিকেটে ৫০০ রান করাটা অস্বাভাবিক কিছু না। এই বিশ্বকাপ এ সেটার প্রতিফলনও ঘটতে পারে। ১৯৯৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন কোনো দুর্বল বোলিং লাইন উপ এর বিরুদ্ধে ফর্ম এ থাকা শক্তিশালী দল ৫০০ রান করে দিতেই পারে তাতে অবাক হওয়ার কিছু নেই। ইংলিশ পেসার মার্ক উড কয়েক দিন আগে জানিয়েছেন ৫০০রান এর মাইল স্টোন ছুঁয়ে ফেলার ক্ষমতা তাদের দল রাখে। এক সময়ে ৪০০ রান টাও অবিশ্বাস্য মনে হতো, কিন্তু আজকের দিনে ৪০০ রান করেও সেটা ডিফেন্ড করতে পারেনি অস্ট্রেলিয়ার মতো দল। তাই ইংল্যান্ডের পিচ,আউটফিল্ড হাই স্কোরিং ম্যাচের ইঙ্গিত দিচ্ছে সেটা সময়ে বলবে। মিশন ৫০০ র গান্ধীটা কোন দল পার করে আর ইতিহাস এর পাতায় নতুন অধ্যায় স্থাপিত করে, সেটাই এখন দেখার।