আইপিএলের নিলামে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে নেওয়ার পর জল্পনা ছড়িয়ে পড়েছে। মরগ্যানের অধীনে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের জন্য জয়লাভ করে ইংল্যান্ড। তাই নতুন মরসুমে তাঁকে অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে।
দীনেশ কার্তিক গত দু মরসুম ধরে কেকেআরের অধিনায়ক ছিলেন। কার্তিক দলকে সাফল্যের শিখরে তুলতে পারেনি। তাই নতুন মরসুমে মরগ্যান এলে তাকেই অধিনায়কের ভার তুলে দেওয়া উচিত বলে মনে করছে অনেকেই। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল কার্তিকের হাত থেকে অধিনায়কের ব্যাটন কেড়ে নেওয়া হবে। এখন কেকেআর শিবির কি করে তাঁর দিকে তাকিয়ে সবাই।
এদিকে মরগ্যান ও কামিন্সকে দলে নেওয়ার পর মিস্ট্রি স্পিনার বরুন চক্রবর্তীকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিল কেকেআর। এছাড়াও ৬০ লক্ষ টাকা দিয়ে রাহুল ত্রিপাঠীকে দলে নেওয়া হয়েছে। তামিলনাড়ুর খেলোয়াড় এম সিদ্ধার্থকে কেকেআর নিয়েছে ২০ লক্ষ টাকার বেস প্রাইজে। আগামী আইপিএলে কেকেআর শিবির যে নিজেদের নতুন করে গুছিয়ে নিতে চাইছে তা বলাই যেতে পারে।