চলতি বছরের ২৭ নভেম্বর চুপিসারে আইনমতে বিয়ে সারলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী। তবে, পিয়ার আরও এক পরিচিতি রয়েছে। তিনি হলেন সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।
সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই নানা কটাক্ষের শিকার হয়েছেন নব দম্পতি। তবে, এই বিষয়ে নব দম্পতির মধ্যে কেউই মুখ খোলেননি।
গত এক সপ্তাহ ধরেই তাঁদেরকে নিয়ে চর্চা চলছে। তবে, সেই চর্চায় তাঁরা তোয়াক্কা করেনা। বিয়ের পরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পিয়াকে। কিডনিতে পাথর হয়েছিল, কষ্ট পাচ্ছিলেন অন্বক্সিন ধরেই। বিয়ের পরের দিন বারাবারি হতেই অস্ত্রোপচার করাতে হয় পিয়াকে।
এবার গুঞ্জনে শোনা যাচ্ছে যে মধুচন্দ্রিমায় গেলেন ‘পরমপিয়া’ জুটি। কোথায় গেছেন তাঁরা?
সোমবার সন্ধ্যায় নিজের সোশাম মিডিয়ার পাতায় একটি ছবি পোস্ট করেছেন পরম স্ত্রী পিয়া। সেই ছবি দেখেই অনেকেই ভাবছেন নব দম্পতি মধুচন্দ্রিমায় ইউরোপে গিয়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে একটা ক্রিসমাস ট্রি। ক্যাপশনে পিয়া লিখেছেন, “ডাবলিনে এখন বড়দিনের মরসুম।”
তবে, সত্যি দম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছেন? এই বিষয়ে এখনও কেউই মুখ খোলেননি। তাই আশাতেই সব ভরসা।
এদিকে মধুচন্দ্রিমায় গেলে খুব শ্রীঘ্রই পিয়াকে নিয়ে কলকাতায় ফিরতে হবে পরমব্রতকে। কারণ, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন পরম। এছাড়া আগামী ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রি এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজন করেছেন নব দম্পতি।