'চম্পকজি'কে নিয়ে ফিরলেন ইরফান

কবে তাঁকে আবার পর্দায় দেখা যাবে, সেই আশায় দিন গুনছিলেন তাঁর অগণিত অনুরাগী। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা চলার পর, খবর ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরেছেন ইরফান খান। কানাঘুষো শোনা যাচ্ছিল যে শ্যুটিং ফ্লোরে ফিরছেন তিনি। তবে এবার কানাঘুষো নয়, নিজেই জানালেন হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়েল নিয়ে খুব শীঘ্রই বি-টাউনে কামব্যাক করছেন তিনি এবং সব জল্পনার অবসান ঘটিয়ে ছবির প্রযোজক দীনেশ ভিজানও জানিয়ে দিয়েছেন, আংরেজি মিডিয়াম’-এর জন্য শ্যুটিং শুরু করেছেন ইরফান।

ঘসেটিরাম মিষ্টান্ন ভাণ্ডার। রাজস্থানের উদয়পুরের এই দোকান চালু হয়েছে সেই ১৯০০ সালে। তবে এখন এই দোকানের মালিক মিস্টার চম্পকজি। এ বার চম্পকজির জীবনের গল্পই দর্শকরা দেখবেন সেলুলয়েডে। ছবিতে এই 'চম্পকজি'র চরিত্রেই অভিনয় করছেন ইরফান।

উদয়পুর থেকে গোটা টিমের সঙ্গে ছবিও শেয়ার করেন দীনেশ। সে ছবিতে দেখা মিলেছিল ইরফানেরও। তবে এ বার অভিনেতা নিজেই টুইট করেছেন তাঁর আগামী ছবির একটি দৃশ্য। যেখানে দেখা গিয়েছে, চম্পকজি(ইরফান) নিজের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন, মুখে লেগে রয়েছে মৃদু হাসি। নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "আবার ফিরছি সবাইকে এন্টারটেইন করতে।"

 ইরফানের টুইটের পরেই দর্শকরা অনুমান করছেন, ‘হিন্দি মিডিয়াম’-এর মতোই আরও একটি রোম্যান্টিক-কমেডি ধাঁচের ছবি নিয়েই হাজির হচ্ছেন অভিনেতা। এছাড়াও সুজিত সরকারের সঙ্গে উধম সিংয়ের বায়োপিক এবং বিশাল ভরদ্বাজের পরিচালনায় দীপিকা পাড়ুকোনের বিপরীতে একটি ছবি ক্যানসার ধরা পড়ার আগেই সাইন করেছিলেন ইরফান। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে যায় দু’টি ছবির শ্যুটিং। তবে ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং যখন একবার শুরু হয়েই গিয়েছে, তখন বাকি ছবির শ্যুটিংয়ের কাজও এগোবে বলে আশা করছে তাঁর অনুরাগীরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফ্যানদের জন্য একটি ইমোশনাল নোটও লিখেছিলেন ইরফান। সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, "আপনাদের ভালোবাসার জোরেই জীবনযুদ্ধের কঠিন লড়াই জিততে পেরেছি।"

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...