বাইশ গজে দাপিয়ে বেড়ানোর দিন শেষ, এবার সিনেমার পর্দায় দেখা দিতে চলেছেন ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার ইরফান পাঠান ও হরভজন সিং। টুইট করে নিজেরাই সেই কথা জানিয়েছেন দুই ক্রিকেট-প্রাক্তনী।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার পাঠানকে দেখা যাবে অজয় গানামুথুর আসন্ন ছবি ‘বিক্রম ফিফটিএইট’-এ। এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিক্রম। পরিচালক নিজেই পাঠানের সঙ্গে ছবি টুইট করে এই খবর শেয়ার করেছেন ভক্তদের।
New venture,new challenge looking forward to it
— Irfan Pathan (@IrfanPathan) October 14, 2019
@AjayGnanamuthu @iamarunviswa @7screenstudio
@arrahman
@Lalit_SevenScr #ChiyaanVikram58 @sooriaruna
@proyuvraaj @LokeshJey@VishalSaroee pic.twitter.com/yZ99OZyJrl
অন্যদিকে ‘ভাজ্জি’ অর্থাৎ হরভজনের বড়পর্দায় হাতেখড়ি হচ্ছে কার্তিক যোগীর ‘দিক্কিলুনা’ ছবিতে। এ ছবিতে রয়েছেন আরেক জনপ্রিয় দক্ষিণী অভিনেতা শান্তানম।
என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் @kjr_studios,#dikkiloona @SoldiersFactory,@iamsanthanam குழுவுக்கு நன்றி.#தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே.உங்களால் வெள்ளித்திரையில்.இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் pic.twitter.com/W3uIkFgcg5
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 14, 2019
২০১২ সালের পর একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি পাঠান। ২০১২–র ২ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচে তিনি শেষবার ভারতের জার্সি গায়ে তোলেন। হরভজন সিংয়ের পর তিনি টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা দ্বিতীয় ভারতীয় বোলার। ২৯টি টেস্ট খেলে তিনি ১০০ উইকেট নিয়েছেন, রান করেছেন ১১০৫। ১০২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৭৩ উইকেট নেন তিনি, রান করেন ১৫৪৪। বর্তমানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন ইরফান। এছাড়াও কাশ্মীর ক্রিকেটের মেন্টর হিসাবে কাজ করেছেন তিনি। অন্যদিকে হরভজন সিং-কে গত মরসুমেও আইপিএল-এ খেলতে দেখা গিয়েছিল।