রেলসফরের পাশাপাশি পেটপুজো সারতে নয়া ফুডকোর্ট

দেশের অন্যতম এই ব্যস্ত স্টেশনে গড়ে প্রতিদিন কয়েক লক্ষ লোকের আনাগোনা লেগে থাকে| তাদের জন্য রেলসফরের পাশাপাশি পেটপুজোর ব্যবস্থা করে ফেলেছে রেলওয়ে কর্তৃপক্ষ| ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)পরিচালিত একটি ফুড কোর্ট চালু হলো শিয়ালদহ স্টেশনের সাউথ ডিভিশনে| বৃহস্পতিবার আইআরসিটিসি ও পূর্ব রেলওয়ের (ইআর) কর্মকর্তাদের উপস্থিতিতে ১৯১১ স্কোয়ার ফুটের দোতলা ওই ফুড কোর্টটি চালু হয় এদিন | যাত্রীরা সব ধরণের নিরামিষ খাবার এবং স্ন্যাকস জাতীয় খাবার পাবেন এই ফুড কোর্টে| নিত্য যাত্রী ও দুরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখে সমস্ত খাবারের দাম সাধ্যের মধ্যে রাখা হয়েছে|

আইআরসিটিসি গ্রুপের জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্র জানিয়েছেন, শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার অনেকটা চত্বর অবৈধ দখলদারের হাতে চলে গিয়েছিল | সেগুলি পুনরুদ্ধার করে দোতলা ফুডকোর্টটি তৈরি করা হয়েছে| যে সংস্থাকে নির্মানের জন্য বরাত দেওয়া হয়েছিল তাদের কাছেও এটা একটা চ্যালেঞ্জ ছিল| কারণ রেলের অফিস তৈরির জন্য আগে থেকেই এখানে একটি বিল্ডিং তৈরি করা ছিল| সেটিকেই ভেঙ্গে গড়ে ফুডকোর্ট তৈরী করা হয়েছে বলে তিনি জানিয়েছেন| শহরতলির যাত্রীরা ছাড়াও দূরপাল্লার যাত্রীরা রেলসফরের আগে যাতে দ্রুত কিছু খাবার কিনে নিতে পারেন তার জন্য এই ফুড কোর্টটি চালু করা হয়েছে| আবার দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রীদের, যাতে ট্রেনের মধ্যে ক্যাটারিং সুবিধা নেই, তাদেরও রাতের খাবারের জন্য উপযুক্ত ফুড কোর্টের প্রয়োজন ছিল।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...