এই প্রথম শহরের বাইরে পা রাখল ইরা। হানিমুনে ইরাকে নিয়ে আকাশ বোলপুর গিয়েছে। ইরার অত্যন্ত পছন্দের জায়গা এই বোলপুর। কারণটা অবশ্য রবীন্দ্রনাথ। ইরা আনন্দ পেয়েছে দেখে খুশি আকাশ। ইরাকে এর আগে এমনভাবে খুশি হতে দেখেনি সে।
শুধু ইরা আর আকাশ নয়; তাদের সঙ্গে এসেছে মেঘনা; অভীক এবং ঝিলমও। সকলেই মেতেছে আনন্দে। এরই মাঝে মেঘনা আর অভীক সাইট ঘুরে দেখবে বলে ঠিক করে। সবমিলিয়ে সবাই আজ বেজায় খুশি। কিন্তু কিছু একটা অন্যরকম ঘটছে। কেউ নজরে রাখছে ইরাকে। ইরা যেখানে সেই ছায়াও সেখানে। কে সে? ইরার কোনও শত্রু? নাকি এর পিছনেও রয়েছে ঝিলমের হাত?
নাকি একেবারে অন্য এক শত্রুর আগমন ঘটল ইরা আর আকাশের জীবনে? জানতে হলে দেখতে হবে 'ইরাবতীর চুপকথা' প্রতিদিন সন্ধে ৭ টায় স্টার জলসায়।