ফুটবলের মত এবার আইপিএলেও চালু হচ্ছে লোন সিস্টেম

আগামী বছরের আইপিএল কিছু চমক নিয়ে আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হল লোন সিস্টেম ২০২০ সালের আইপিএল থেকেই যা চালু হতে চলেছে।

এই নতুন নিয়মের মাধ্যমে আইপিএলের মাঝপথে এক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারকে লোনে নিতে পারবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি। ফুটবলে এই নিয়ম অনেকদিন ধরেই চালু রয়েছে যেখানে এক ক্লাব লোনে  অন্য ক্লাবের প্লেয়ার নিতে পারে। ২০২০ সাল থেকে আইপিএলেও এই নিয়ম চালু হতে চলেছে। তবে একটি দুটি ম্যাচের পর এই নিয়ম কার্যকর হবে না। টুর্নামেন্টের মাঝপথ অতিক্রান্ত হলে তবেই ফ্র্যাঞ্চাইজিগুলি লোনে অন্য ক্রিকেটারদের নিতে পারবে।

গত বছরও এই নিয়ম চালু ছিল কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র দেশীয় খেলোয়াড়দের লোনে নেওয়া যেত। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি এই নিয়মের সুবিধে নিয়ে কোনও ক্রিকেটারকে তাঁদের দলে নেয়নি। তবে এইবছর এই নিয়মের পরিবর্তন করা হয়েছে। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশী খেলোয়াড়দেরও লোনে নেওয়া যাবে। তাই এই বছর অনেক ফ্র্যাঞ্চাইজি এই ট্রান্সফার সুবিধে নিতে চাইবে। যে সমস্ত ক্রিকেটার ভাল খেলতে পারবে না তাঁদের প্রয়োজনে অন্য দলে লোনে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...